কিশোরগঞ্জে বজ্রপাতে এক হাঁসের খামারি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই। রবিবার (১ জুন) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই কাঁঠালিয়া গ্রামে বজ্রপাতে হতাহত হয়।
নিহত মোবারক মিয়া (১৮) ও আহত ইমরান মিয়া (২২) কাঁঠালিয়া নয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, দুপুরে দুই ভাই মোবারক ও ইমরান বাড়ির পাশে খোলা জমিতে হাঁসের পাল নিয়ে খাবার খাওয়াতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। তখন বজ্রাঘাতে ঘটনাস্থলে মোবারক নিহত হয়। ইমরান গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত ইমরানকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইমরান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আরো পড়ুন:
ময়মনসিংহে বজ্রপাতে কৃষক ও শিশুর মৃত্যু
শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া জানান, বজ্রপাতে নিহতের খবর জানতে পেরে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢাকা/রুমন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত ইমর ন
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল