পীরগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Published: 3rd, June 2025 GMT
রংপুরের পীরগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার চতরা ইউনিয়নের সন্দলপুর গ্রামের বাঁশের তল এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মাদক পাচারের সময় তারা করতোয়া নদী পার হয়ে আসছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে শাহরিয়ার (৩৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (২৫)।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ গ্রাম হিরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা হাকিমপুর থেকে মাদক এনে পীরগঞ্জ এলাকায় বিক্রির উদ্দেশ্যে প্রবেশ করছিল।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার শাহরিয়ারের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি ও দিনাজপুরের হাকিমপুর থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রগঞ জ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।