ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় ৫১১ পরিবার ক্ষতিগ্রস্ত
Published: 3rd, June 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। প্লাবিত হওয়া সীমান্তবর্তী ১৯টি গ্রামের পরিস্থিতি উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাওড়া নদীর ভারত সীমান্তে ১২৯ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। আর স্থলবন্দরের ব্যবসা কার্যক্রমসহ যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের পাহাড়ি ঢলের পানিতে উপজেলার ১৯ গ্রাম প্লাবিত হয়েছে। তবে পানি কমতে শুরু করেছে। পাহাড়ি ঢলের পানিতে পানিবন্দী ৫১১ পরিবারের হাজার ৪৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। পানিবন্দী পরিবারের জন্য ১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
গত শনিবার রাত থেকে উপজেলায় পাহাড়ি ঢল নামতে শুরু করে। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে আখাউড়ার বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানি বেড়ে চলেছে। আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খাল, কালিকাপুর হয়ে আবদুল্লাপুর দিয়ে জাজি গাঙ, বাউতলা দিয়ে মরা গাঙ ও মোগড়া ইউনিয়ন দিয়ে বয়ে চলা হাওড়া নদী দিয়ে গত শনিবার রাতে অস্বাভাবিকভাবে ঢলের পানি ঢুকতে শুরু করে। এতে আখাউড়া উপজেলার দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট ও কিছু বাড়িঘর তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শনিবার রাত থেকে গত রোববার রাত তিনটা পর্যন্ত উপজেলার কালন্দি খাল, জাজি গাঙ ও হাওড়া নদী দিয়ে পানি ঢুকছে। গতকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত পানি সামান্য কমেছে। তবে ৯টার পর বৃষ্টি শুরু হলে পানি আবার বাড়তে শুরু করে। এতে দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, কেন্দুয়া, বঙ্গেরচর; মোগড়া ইউনিয়নের বাউতলা, উমেদপুর, সেনারবাদী, জয়নগর, কলাপাড়া, রাজেন্দ্রপুর, আওড়ার চর, ছয়গরিয়া; মনিয়ন্দা ইউনিয়নের ইটনা, আইড়ল, টনকি, তুলাইশিমুল, শোনলহগর, নতুনপাড়া গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের কিছু রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে লোকজনের দুর্ভোগ বেড়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের পরিদর্শক মোহাম্মদ আবদুস সাত্তার বলেন, দুই দেশের যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রী সেবায় কোনো বিঘ্ন ঘটেনি। পানির পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় হাওড়া নদীর ভারত সীমান্তে ১২৯ সেমি পানি হ্রাস পেয়েছে এবং একই নদীর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর অংশে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
পরিস্থিতির বর্ণনা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পরিস্থিতির বর্ণনা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, আখাউড়া উপজেলার হাওড়া নদীর ভারত সীমান্তে আজ সকাল ৯টায় পানির সমতল ছিল ৯ দশমিক ৯৩ মিটার। স্থানটির বিপৎসীমা ১০ দশমিক ৭০ মিটার। পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গতকাল একই সময়ে পানির সমতল ছিল ১১ দশমিক ২২ মিটার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ১২৯ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।
মনজুর রহমান বলেন, হাওড়া নদীর আখাউড়ার গঙ্গাসাগর অংশে আজ সকাল ৯টায় পানির সমতল ছিল ৪ দশমিক ৯৫ মিটার। স্থানটির বিপৎসীমা ৬ দশমিক শূন্য ৫ মিটার। বর্তমানে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল একই সময়ে পানির সমতল ছিল ৪ দশমিক ৮৭ মিটার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় পানি হ্রাস পেয়েছে ৮ সেন্টিমিটার।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টায় পানি ১২৯ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দেওয়া তথ্যমতে উপজেলার পানি কমছে এবং পরিস্থিতি উন্নতি হয়েছে। আজ আর বৃষ্টি না হলে পরিস্থিতি আরও উন্নতি হবে। প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়া ৫১১ পরিবারের ২ হাজার ৪৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের সহায়তা দেওয়া হচ্ছে। তবে ১৯ গ্রাম এখনো আংশিক প্লাবিত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ন র সমতল ছ ল ব র হ মণব ড় য় ঢল র প ন পর স থ ত ব পৎস ম উপজ ল র পর ব র ত হয় ছ ১২৯ স দশম ক
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন