ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলায় আয়মন নদীর ৪২ কিলোমিটার খনন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। খননের পর নদীর প্রস্থ দাঁড়াচ্ছে ২৩ থেকে ২৮ মিটার। সেতু ও কালভার্ট এলাকায় নদীর প্রস্থ ১০-১৫ মিটার। সরু স্থানে পানির চাপ বেড়ে যাওয়ায় গোড়া থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অন্তত ৩১টি সেতু ও বক্স কালভার্ট।
নদী খনন শুরু হওয়ার পর পাউবোর ময়মনসিংহ দপ্তর থেকে এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট ইউএনওদের বারবার চিঠি দিয়ে সতর্ক করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সংশ্লিষ্টরা জানান, খনন প্রকল্পটি মুক্তাগাছার আটআনি বাজার থেকে শুরু হয়ে ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের দুগাঙ্গায় শেষ হবে। প্রকল্পের আওতায় ফুলবাড়িয়ায় ১৮টি ও মুক্তাগাছায় ১৩টি সেতু ও কালভার্ট রয়েছে। এর মধ্যে গত ৩১ মে মুক্তাগাছায় আয়মন নদীর ওপর গহুর মোল্লার কালভার্ট ধসে পড়ে। কয়েক দিনের ভারী বর্ষণে নদীতে পানির চাপ বেড়ে এবং দু’পাশের মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটে। এছাড়া আরও ৩০টি সেতু ও কালভার্ট হুমকির মুখে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, আয়মন নদীর খননকাজ শুরু হয় ২০২৩-২৪ অর্থবছরে। পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় সিএস নকশা অনুযায়ী নদী খনন চলছে। প্রকল্পের আওতাধীন এলাকার সেতু ও কালভার্টগুলো সিএস নকশা মেনে নির্মাণ করা হয়নি।

খননকাজ-সংশ্লিষ্টদের মতে, পাউবোর নকশা অনুযায়ী ২৩ থেকে ২৮ মিটার প্রশস্ত করে খনন করতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন হলে নদীর গভীরতা আগের তুলনায় গড়ে ৭ থেকে ১০ ফুট বাড়বে।  যেসব স্থানে সেতু ও কালভার্ট আছে, সেখানে খননের আগে নদীর প্রশস্ততা ছিল ১০-১৫ মিটার। সরকারের নিয়ম মেনে পুনর্খনন করতে গিয়ে ঘটছে বিপত্তি।
পাউবোর প্রকৌশলীরা বলছেন, প্রকল্প এলাকার সব স্থানে নিয়ম মেনে প্রশস্ততা ঠিক রেখে নদী খনন করতে গেলে আগে থেকে নির্মাণ করা সেতু ও কালভার্টগুলো নদীতে চলে যায়। এ জন্য ৩১টি সেতু ও কালভার্ট প্রতিস্থাপনের জন্য ব্যবস্থা নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। ২০২৩ সালের ২৩ নভেম্বর পাউবো ময়মনসিংহ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখলাক উল জামিল স্বাক্ষরিত এক চিঠিতে দেখা যায়, ফুলবাড়িয়ার ইউএনওকে খনন প্রকল্পের ৩১ কিলোমিটারে থাকা ১৮টি সেতু ও কালভার্টের বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, অধিকাংশ সেতু-কালভার্টের দৈর্ঘ্য নদীর প্রকৃত গড় প্রস্থের তুলনায় কম এবং ভিত্তিস্তর নদীর তলদেশ থেকে উঁচুতে। যে কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। চিঠিতে আয়মন নদীর ধারণ ক্ষমতা বাড়ানো ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখার লক্ষ্যে এসব সেতু ও কালভার্ট প্রতিস্থাপন-পুনর্বাসনের জন্য অনুরোধ করা হয়। একই বছরের ২৩ ও ২৬ নভেম্বরে পাউবোর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত চিঠিতে মুক্তাগাছার ইউএনও, সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে একই ধরনের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। গত ১ জানুয়ারিতেও মুক্তাগাছার ইউএনও, এলজিইডিকে ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্ট প্রতিস্থাপনে ব্যবস্থা নিতে পুনরায় চিঠি দেয় পাউবো।

সরেজমিন দেখা গেছে, গহুর মোল্লা কালভার্টটি ধসে যাওয়ায় পানিতে ভিজেই নদী পারাপার হচ্ছেন স্থানীয়রা। নদী পারাপারের কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 
গহুর মোল্লা কালভার্ট থেকে এক কিলোমিটার সামনে চোখ আটকে যায় কবিরপুর খিলগাতী বক্স কালভার্টে; যার দু’পাশের মাটি সরে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা বলছেন, টানা দু’একদিন বৃষ্টি হলেই কালভার্টটি ধসে যাবে।
শুধু গহুর মোল্লা কিংবা কবিরপুর খিলগাতী কালভার্ট নয়, পানি উন্নয়ন বোর্ডের মতে– মুক্তাগাছার পয়েরকান্দি, সোনাপুর, দিগলগাঁও, আমুদপুর, মৃদাবাড়ী, বিটিবাড়ি পূর্বপাড়া, বাহের বাজাইল, ঘরবাজাইল নয়াবিলা বাজারসংলগ্ন ও নবীনগঞ্জ বাজার কালভার্ট অতিঝুঁকিপূর্ণ। এছাড়া ফুলবাড়িয়ায় অতিঝুঁকিপূর্ণ কালভার্টগুলো হলো– মণ্ডলবাড়ী, দেউলী গ্রাম, বৈদ্দবাড়ি, ঘরপাড়া সোলের বাজার। এসব কালভার্ট থেকে ৩০-৪০ মিটার দূরে নদী বেশি প্রশস্ত হওয়ায় ভারী বর্ষণের সময় সরু কালভার্টের নিচ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। এতে গোড়া থেকে মাটি সরে গিয়ে কালভার্ট ধসে পড়ছে বলে জানান স্থানীয়রা।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, ভেঙে পড়া কালভার্টের স্থানে বিকল্প সেতু নির্মাণের জন্য কেনাকাটা চলছে। বাকিগুলোর ব্যাপারে ভালো বলতে পারবেন উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। 

পাউবোর চিঠির বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা চিঠি পাইনি। তাদের বলেন চিঠির রিসিভড কপি দেখাতে।’
এলজিইডির ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসের অভিযোগ, সরকারি একটি দপ্তর যখন কাজ করে তখন অন্য দপ্তরের সংশ্লিষ্টতা থাকলে তাদের কাছ থেকে এনওসি নিতে হয়। পাউবো কীভাবে খননকাজ চালাচ্ছে সেটি পরিদর্শনে গেলে বোঝা যাবে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেলের মতে, আয়মন নদীর ওপর সেতু ও কালভার্টগুলো নির্মাণ করা হয়েছিল ২০-২৫ বছর আগে। তখন নদী অনেক ছোট ছিল। খননের পর নদী অনেক প্রশস্ত হয়েছে। সেতু-কালভার্টগুলো পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখলাক উল জামিল জানান, খনন শুরুর আগেই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে। সম্পূর্ণ নিয়ম মেনেই খননকাজ চলছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নদ প রশস ত ব যবস থ প রকল প খননক জ নদ র প ন নদ র প রক শ র জন য উপজ ল

এছাড়াও পড়ুন:

মতলব দক্ষিণে এক বিদ্যালয়ের ২০ এসএসসি পরীক্ষার্থীর রোল নম্বরে অন্য শিক্ষার্থীদের নাম

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি বিদ্যালয়ের ২০ পরীক্ষার্থীর রোল নম্বরে অন্য শিক্ষার্থীর নাম পাওয়া গেছে। এ কারণে তাদের ফলাফল আসেনি। নিবন্ধন প্রক্রিয়ার ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ওই বিদ্যালয়ের নাম আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ২০ জুলাই লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী এক শিক্ষার্থী। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে গতকাল রোববার মৌখিক অভিযোগ করে বিদ্যালয়টির আরও ১৯ পরীক্ষার্থী। ফলাফল না পেয়ে এসব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা হলো সামিয়া, নাদিয়া আক্তার, আঁখি, মীম, মাহিয়া আক্তার মাহী, রিফাতুল ইসলাম, আরাফাত রহমান, তানজিনা আক্তার, অন্তরা, ফারিয়া ইসলাম, সাবিকুন্নাহার জুমা, জাকিয়া আক্তার মুন্নী, ইয়াসমিন আক্তার, নুসরাত, আসমা আক্তার, দ্বীপ চক্রবর্তী, মাহমুদা, শিরিনা আক্তার, আহাদ ঢালী ও খাদিজা আক্তার ফাতেমা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় সব বিভাগ হতে মোট ৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৪ জনের ফলাফল পাওয়া যায়। বাকি ২০ জনের ফলাফল পাওয়া যায়নি। ওই ২০ জনের রোল নম্বরের বিপরীতে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম-তথ্য পাওয়া যায়, যারা এবার এসএসসি পরীক্ষাতেই বসেনি। ছাত্রীর রোল নম্বরের বিপরীতে ফলাফল শিটে ছাত্রের নাম এবং ছাত্রের ফলাফল শিটে ছাত্রীর নাম দেখা যায়।

সাবিকুন্নাহার অভিযোগে জানায়, ১০ জুলাই প্রকাশিত ফলাফল শিটে তার রোল নম্বর সার্চ দিলে ফারদিন হোসেন নামের আরেক ছাত্রের নাম আসে, অথচ সে এবার এসএসসি পরীক্ষা দেয়নি। ছাত্রটি একই বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ছে। পরীক্ষা দিয়ে ফলাফল না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ জুমা।

জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ মাজহারুল হক বলেন, হাফিজুর রহমান নামের এক শিক্ষক শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের কাজ করেন। এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে তাদের কাছে পৌঁছানোর দায়িত্বও তাঁকে দেওয়া হয়। তাঁর দায়িত্বহীন কর্মকাণ্ড ও ভুলের কারণে ওই পরীক্ষার্থীরা ফলাফল পাচ্ছে না। নবম শ্রেণিতে তাদের নিবন্ধনই ঠিকমতো হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে ওই পরীক্ষার্থীদের নিবন্ধন কার্ড সংশোধন করে ফলাফল সংশোধনের জন্য আবেদন করা হয়েছে।

এদিকে বিদ্যালয়টির একাধিক শিক্ষকের দাবি, এসএসসির ফলাফল প্রকাশের পর থেকে অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান বিদ্যালয়ে আসছেন না। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ। এই প্রতিবেদকও তাঁর মুঠোফোন বন্ধ পেয়েছেন।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ইউএনও আমজাদ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত প্রতিবেদন কয়েক দিনের মধ্যে জমা দেওয়া হবে জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম পাটওয়ারী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পরীক্ষার্থীদের নিবন্ধনই করা হয়নি। যেসব নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে, সেগুলো ভুয়া। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করতে আগামীকাল মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধিদল ওই বিদ্যালয়ে যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • মতলব দক্ষিণে এক বিদ্যালয়ের ২০ এসএসসি পরীক্ষার্থীর রোল নম্বরে অন্য শিক্ষার্থীদের নাম
  • কাজির আগে হাজির ইউএনও, বন্ধ হলো স্কুলছাত্রীর বিয়ে