প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। আজ বুধবার সকাল থেকেই গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ও চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বাড়িমুখী মানুষের চাপ বাড়তে শুরু করে। তবে এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে। গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানার মধ্যে আজ ৪০ শতাংশ কারখানা ছুটি হওয়ায় কর্মীরা বাড়ির পথে রওনা হয়েছেন। বিকেলের দিকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিবহনমালিক ও কারখানা সূত্রে জানা গেছে, তিন ধাপে পোশাক কারখানায় ছুটি দেওয়া হচ্ছে। মঙ্গলবার ছুটি পেয়েছে ১০ শতাংশ কারখানা, বুধবার ছুটিতে গেছে ৪০ শতাংশ এবং বৃহস্পতিবার আরও ৫০ শতাংশ কারখানায় ছুটি শুরু হবে। ফলে আজ বিকেল থেকেই সড়কে যাত্রীদের চাপ কয়েক গুণ বাড়ার আশঙ্কা রয়েছে।

চন্দ্রা ত্রিমোড়ে দেখা গেছে, যাত্রীদের ভিড় আগের তুলনায় বেড়েছে। অনেকেই হাতে ব্যাগ বা মাথায় বস্তা নিয়ে অপেক্ষায় আছেন পছন্দের যানবাহনের জন্য। পরিবহনগুলোতে কিছুটা বেশি ভাড়া নেওয়া হলেও যাত্রীরা দর-কষাকষি করে বাড়ির পথে রওনা হচ্ছেন।

একতা পরিবহনের চালকের সহকারী মো.

শাহিন মিয়া বলেন, সকাল থেকেই যাত্রীর চাপ বেড়েছে। দুপুরের পর চাপ আরও বাড়বে।

বগুড়াগামী যাত্রী কাওসার আহমেদ বলেন, ‘১০ দিনের ছুটি পেয়েছি। নাইট শিফট করে রওনা হয়েছি। রাস্তার পরিবেশ দেখে মনে হচ্ছে আরামে বাড়ি পৌঁছাতে পারব।’

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, যানজট যেন না হয়, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল থেকে কিছুটা চাপ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২