পর্নোগ্রাফি মামলায় রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর চার বছরের কারাদণ্ডের আবেদন করেছেন ভুক্তভোগী নারী। এছাড়া দিনে ১০ ইউরো করে ২০ মাসে ৫৮ হাজার ইউরো অর্থদণ্ড দেওয়ার আবেদন করা হয়েছে। 

রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার আন্দ্রেস গার্সিয়া, ফেরান রুইজ ও হুয়ান রদ্রিগুয়েজের চার বছর ১০ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের আবেদন করা হয়েছে।

ঘটনা ২০২৩ সালের। রাউল অ্যাসেনসিও তখন রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার। তার সতীর্থ এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের মধ্যে সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়। 

তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিন ফুটবলার গার্সিয়া, রউজ ও রদ্রিগুয়েজ। তাদের থেকে তা রাউল অ্যাসেনসিও পান। পরবর্তীতে অন্যদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্সে শেয়ার করেন অ্যাসেনসিও। 

অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণের সময় ভুক্তভোগী মেয়ের বয়স ১৮ বছরের কম ছিল। যে কারণে শিশু পর্নোগ্রাফি আইনে রিয়াল মাদ্রিদের মূল দলের অ্যাসেনসিও এবং একাডেমির তিন ফুটবলারের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিবরণীতে বলা হয়েছে- ভুক্তভোগী ফুটবলার ও মেয়ে ভয়াবহ মানসিক সমস্যায় দিনাতিপাত করেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল ফ টবল র

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ