রিয়াল ডিফেন্ডারের চার বছরের কারাদণ্ডের আবেদন
Published: 4th, June 2025 GMT
পর্নোগ্রাফি মামলায় রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর চার বছরের কারাদণ্ডের আবেদন করেছেন ভুক্তভোগী নারী। এছাড়া দিনে ১০ ইউরো করে ২০ মাসে ৫৮ হাজার ইউরো অর্থদণ্ড দেওয়ার আবেদন করা হয়েছে।
রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার আন্দ্রেস গার্সিয়া, ফেরান রুইজ ও হুয়ান রদ্রিগুয়েজের চার বছর ১০ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের আবেদন করা হয়েছে।
ঘটনা ২০২৩ সালের। রাউল অ্যাসেনসিও তখন রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার। তার সতীর্থ এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের মধ্যে সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়।
তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিন ফুটবলার গার্সিয়া, রউজ ও রদ্রিগুয়েজ। তাদের থেকে তা রাউল অ্যাসেনসিও পান। পরবর্তীতে অন্যদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্সে শেয়ার করেন অ্যাসেনসিও।
অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণের সময় ভুক্তভোগী মেয়ের বয়স ১৮ বছরের কম ছিল। যে কারণে শিশু পর্নোগ্রাফি আইনে রিয়াল মাদ্রিদের মূল দলের অ্যাসেনসিও এবং একাডেমির তিন ফুটবলারের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিবরণীতে বলা হয়েছে- ভুক্তভোগী ফুটবলার ও মেয়ে ভয়াবহ মানসিক সমস্যায় দিনাতিপাত করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল ফ টবল র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।