জলাবদ্ধতাসহ রাস্তাঘাটের সমস্যা সমাধানে ডিসি এবং ইউএনওর কাছে আবেদন
Published: 4th, June 2025 GMT
সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও রাস্তা ঘাটের সমস্যা সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আবেদন করা হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সরাসরি সাক্ষাৎ করে এই আবেদন করেন।
এসময় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও রাস্তা ঘাটের উন্নয়নের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্বলিত একটি আবেদন জমা দেয়া হয়। একই সাথে ডুকুমেন্ট আকারে ভিডিও ফুটেজ সহ দেয়া হয়।
একই সাথে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন।
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ফতুল্লার এলাকার মানুষজন সবসময় জলাবদ্ধ থাকে। এ বিষয়ে আমরা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অভিসারের দৃষ্টি আকর্ষণ করেছি।
পরবর্তীতে এলজিআরডি দপ্তরেও যাবো। পাশাপাশি আমরা ফতুল্লা এলাকার বেশ কয়েকটি শ্রমজীবী মানুষের জন্য ভ্যানের ব্যবস্থা করেছি। বর্ষা মৌসুমে এটা চলবে। খাল পরিস্কার করার ক্ষেত্রে সরকারি উদ্যোগ কে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা অতি শ্রীঘ্রই খাল খনন কাজ শুরু করবো। এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন, গোলাম সারোয়ার সাঈদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ এল ক র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও কার্তুজসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার
সিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/অনিক/রাজীব