চিলির বিপক্ষে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ী দলটি এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। যে কারণে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে বেশ ক’জন তরুণকে ডেকেছেন স্কালোনি। ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুনো, ২০ বছর বয়সী নিকো পাজ, ২৬ বছর বয়সী লিওনার্দো বেলার্দি তাদের মধ্যে অন্যতম। এদের সুযোগ দিতে পারেন কোচ।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ওই ইঙ্গিতই দিয়েছেন স্কালোনি, ‘মেসির সঙ্গে কথা বলতে হবে, এরই মধ্যে আমরা বিষয়টি নিয়ে কথা বলছিও। এখনো সিদ্ধান্ত নিইনি তাকে শুরুতে খেলাবো কিনা। শারীরিকভাবে সে কেমন আছে সেটা জানতে হবে। তবে দলগতভাবে আমরা এমন অবস্থানে আছি যে, আমাদের নতুন কিছু চেষ্টা করে দেখার সুযোগ আছে।’

মেসির খেলার জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেছেন স্কালোনি, ‘মেসি খেলার জন্য প্রস্তুত। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করবো। সে দারুণ একটা ম্যাচ (ইন্টার মায়ামির হয়ে) কাটিয়ে এসেছে এবং খেলার জন্য প্রস্তুত। সিদ্ধান্তটা আমরা সমন্বিতভাবে নেব।’

আর্জেন্টিনার আর পয়েন্টের দরকার নেই। এখন তরুণদের সুযোগ দেওয়ার সময় বলে সংবাদ সম্মেলনে জানান স্কালোনি, ‘এটা দলের তরুণ ফুটবলারদের দেখে নেওয়ার ভালো সুযোগ। আপনার জন্য দরজা খোলা থাকলে সুযোগ নেওয়া উচিত। কখন কাকে দরকারে লাগে আপনি বলতে পারবেন না। এটা নতুনদের প্রমাণের ভালো সুযোগ।’    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল ব শ বক প ব ছ ই আর জ ন ট ন র জন য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ