হঠাৎ জোভানকে নিয়ে কেন হাসাহাসি করছেন দর্শকেরা
Published: 6th, June 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ঈদের সিনেমার গান, ট্রেলার, টিজার। ঠিক সেই সময়েই শাকিব খান, সাবিলা, শরীফুল রাজ, শুভ, পূজা, ফারিণদের ভিড়ে ফেসবুকে জনপ্রিয় (পপুলার নাও) হলেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। তিন দিন ধরে এই অভিনেতা ট্রলের শিকার হচ্ছেন। তাঁকে নিয়ে কী লিখছেন নেটিজেনরা?
ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আশিকি’ নামের একটি নাটক। এটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। সেই নাটকে জোভানকে দেখা যাবে গায়কের ভূমিকায়। প্রচারণায় নাটকের ফার্স্ট লুকে জোভানকে দেখা যায় কান্নাজড়িত কণ্ঠে ‘ওরে মন ওরে মন, এ কেমন প্রেমেরই দহন?’ শিরোনামে একটি গান গাইতে। কান্না জড়িত কণ্ঠে সেই গাইতে দেখা যায় এই অভিনেতাকে। সেই গান গাওয়ার ভঙ্গি ঘিরেই নেটিজেনরা তাঁর সমালোচনায় মত্ত। অনেকে ট্রল করলেও কেউ তাঁর পাশে রয়েছেন।
ফারহান আহমেদ জোভান। ছবি: ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল