আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ঘোষণার ফলে ‘একটা বড় টেনশন দূর হলো’ বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের বিষয়টি বলেছেন।

এই বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন, ‍‌‍‍‌‌‌‌‌‌‍‍‍‍‘একটা বড় টেনশন দূর হলো বলে আমি মনে করি। এটা হওয়া উচিত ছিল। কারণ, ডিসেম্বর নিয়ে সবার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল। সেইটাকে একটা মাঝামাঝি জায়গায় আনা গেছে।’

তবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি প্রশ্ন তোলেন, ‘কিন্তু এইখানে মানে, একটা এভারেজ করা হলো নাকি, আমার মাঝেমধ্যে এটা মনে হচ্ছে। এটা যদি আমি এপ্রিলের প্রথমার্ধেই করতে পারি, তাহলে মার্চের বা ফেব্রুয়ারির প্রথমার্ধে করতে অসুবিধা কী?’

মান্না আরও বলেন, প্রধান উপদেষ্টা মার্চ মাসে রোজার মধ্যে সংস্কার–সংক্রান্ত সংলাপ বা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছেন। এই প্রক্রিয়া সফল হবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।

এই ঘোষণার পর নির্বাচনের প্রক্রিয়া ভেস্তে যাবে না বলে বিশ্বাস করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমি মোটামুটি এই বক্তৃতা শোনার আগে যদিও আমি আগেই শুনেছি, এটা কিন্তু এই সংবাদ জানার আগে যতখানি টেনশনে ছিলাম, ওইটা নেই। আমি মনে করি, নির্বাচন হচ্ছে এবং নির্বাচনপ্রক্রিয়া নসাৎ করে দেওয়ার মতো ঘটনা ঘটবে না।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র প রথম র ধ প রক র য ট নশন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ