টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: যা যা জানা জরুরী
Published: 8th, June 2025 GMT
আইসিসির বৈশ্বিক টেস্ট লিগ হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়াতে ২০১৯ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়। সফলভাবে দুই চক্র আয়োজনের পর তৃতীয় চক্রের ফাইনাল ম্যাচ শুরুর অপেক্ষায়।
কবে, কোথায়, কারা খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল?
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে নাম দিয়েছে ‘দা আল্টিমেট টেস্ট’। আগামী ১১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপ তৃতীয় আসরের (২০২৩-২৫) ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
আরো পড়ুন:
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠালেন বাটলার
এবারই প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সবার শীর্ষে থেকে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-২০২৫ চক্রে ১২ ম্যাচে ৬৯.
অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, স্যাম কন্সটাস, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, উসমান খাজা, বেউ ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জস ইংলিস, ব্রন্ডন ডগেট, জস হ্যাজেলউড, ম্যাথু কুনেমান, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড বেডিংহাম, টনি ডি জর্জি, করবিন বচ্, মার্কো জেনসেন, সিনুরান মুত্থুসামি, উইয়ান মাল্ডার, কাইল ভেরেয়েইন, রায়ান রিকেলটন, ক্রিস্তান স্টাবস, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনগিডি লুঙ্গি।
পূর্বের চ্যাম্পিয়ন ছিল কারা?
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন হয় নিউ জিল্যান্ড। ২০২১ সালে সাউদাম্পটনের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় কিউইরা। দ্বিতীয় চক্রেও শিরোপার লড়াইয়ে ছিল ভারত। কিন্তু ২০২৩ সালের ফাইনালে ফের তাদের সঙ্গী হয় হতাশা। লন্ডনের ওভালে রোহিত শার্মার দলকে ২০৯ রানে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া।
এবারের প্রাইজমানি কত?
আইসিসির যেকোনো আয়োজনেই বড় অঙ্কের প্রাইজমানি থাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ মর্যাদার প্রতিযোগিতা। এখানের প্রাইজমানিটাও বিরাট অঙ্কের।
দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়া যারাই জিতবে তারা ৩.৬ মিলিয়ন ডলার (প্রায় ৪৪ কোটি টাকা), আর রানার্সআপ দল পাবে ২.১৬ মিলিয়ন ডলার (প্রায় ২৬ কোটি টাকা)। এছাড়া তৃতীয় হওয়ায় ভারত ১.৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৭ কোটি টাকা) ও নিউ জিল্যান্ড ১.২ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৪ কোটি টাকা) পেয়েছে।
ম্যাচ পরিচালনা করবেন যারা
ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউ জিল্যান্ডের ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। এই নিয়ে টানা তৃতীয়বারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দায়িত্ব পালন করে ইতিহাস গড়বেন ইলিংওর্থ।
এর আগে ২০২১ ও ২০২৩ আসরের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো।
গত ওয়ানডে বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ অফিসিয়াল তালিকায় ছিলেন তিনি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ভারতের নিতিন মেনন। এই প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিসিয়ালদের সাথে থাকছেন তিনি। ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব দেয়া হয়েছে ভারতের জাভাগাল শ্রীনাথকে।
কোথায় দেখবেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
বাংলাদেশে নাগরিক টিভি, টি স্পোর্টস এবং টফি অ্যাপে দেখা যাবে ফাইনাল ম্যাচ।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট স ট চ য ম প য়নশ প আম প য় র আইস স করব ন
এছাড়াও পড়ুন:
ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ জামিন দেন।
বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে হাইকোর্টে আপিল করেন ফারাবী। ২০২২ সালের ৪ আগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। বিচারাধীন আপিলে জামিন চেয়ে আবেদন করেন ফারাবী, যা আজ আদালতের কার্যতালিকায় ১৭৯ নম্বর ক্রমিকে ওঠে।
আদালতে ফারাবীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।
পরে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘২০১৫ সালের ৩ মার্চ থেকে কারাগারে আছেন ফারাবী। ফারাবী ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। মামলায় চারজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের কেউই ফারাবীর নাম উল্লেখ করেননি। তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর বক্তব্যেও তাঁর নাম আসেনি। এসব যুক্তিতে ফারাবীর জামিন চাওয়া হয়। বিচারাধীন আপিলে ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।’
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৯ সালের ৬ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় ২৮ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।
এই মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায় দেন। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং এক আসামিকে (শফিউর রহমান ফারাবী) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন ফারাবী।