টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।


মাছরাঙা টেলিভিশন
বিকাল  ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ওস্তাদ কামড় খাঁ। রচনা: জায়েদ জুলহাস। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শ্বশুরের বিয়ে। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন, নাদিয়া মীম, আশরাফ সুপ্ত, মিহি আহসান প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: রূপকথার মতো। রচনা: আব্রাহাম তামিম। পরিচালনা:  রুবেল আনুশ। অভিনয়ে: মুশফিক ফারহান, স্পর্শিয়া প্রমুখ।  রাত  ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: থ্রি ইডিয়টস। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: ইমরান হাওলাদার। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: তুমি। রচনা ও পরিচালনা: সুমন ধর। অভিনয়ে: তৌসিফ, সাফা কবির প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: ভুল থেকে ফুল। রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন। অভিনয়ে: অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ।

এনটিভি
দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: কে কখন কোথায়। রচনা ও পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: পার্থ শেখ, আইশা খান প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রচনা ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসান প্রমুখ। রাত  ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বাকির খাতা ফাঁকি। রচনা: অর্ক মোস্তফা। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, টুনটুনি সোবহান প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: চীফ গেস্ট। রচনা: দয়াল সাহা। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি, খলিলুর রহমান কাদরী, জাভেদ গাজী প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রথম হারালো মন। রচনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: আরশ খান, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।

আরো পড়ুন:

‘ছুটির দিন যেন অন্যরকম ঈদ’

রমনা পার্কে ঈদের আনন্দ

এটিএন বাংলা
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: লোভী সন্তান। পরিচালনা: মহিন খান। অভিনয়ে: শামীম হাসান সরকার, লামিয়া লাম, চিত্রলেখা গুহ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: আগলে রেখো আমায়। পরিচালনা: মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে: খায়রুল বাশার, সাদমিনা। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: বৌ তালাক। পরিচালনা: আশিকুর রহমান। অভিনয়ে: মোশাররফ করিম, জুই করিম।  রাত ১১ টায় প্রচার হবে টেলিফিল্ম: অবুঝ বায়না। পরিচালনা: আল মাসুদ। অভিনয়ে: খায়রুল বাশার, তানজিন তিশা। 

চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: অসময়ের লাল গোলাপ। রচনা ও পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: খায়রুল বাসার, তানজিন তিশা। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: জামাই বেশী বুঝে। রচনা ও পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ, হিমি প্রমুখ।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: আপন পর, পরিচালনা: হাসিব হোসেন রাখি, অভিনয়: নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ৮টায় প্রচার একক নাটক: কোন এক বসন্ত বিকেল, পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৯টায় প্রচার তুর্কি ধারাবাহিক: গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ওই পাড়া থেকে সাবধান, পরিচালনা: শামীম জামান, অভিনয়: শামীম জামান, ইশানা, আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা, প্রাণ রায়। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: আমার কি দোষ, পরিচালনা: সেরনিয়াবাত শাওন, অভিনয়: খায়রুল বাসার, সাফা কবির।

আরটিভি 
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: দ্য সেলসম্যান। রচনা ও পরিচালনা: শেখ নাজমুল হুদা ইমন। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: যদি আমি প্রেম করতাম। রচনা: ইসরাত আহমেদ। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মুশকিল আসান কোম্পানি। রচনা: মশিউর রহমান। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, আনিকা কবীর শখ প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: চল বদলে যাই। রচনা ও পরিচালনা: ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: কন্টেন্ট অব দ্য ইয়ার। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মেহেদী রনি। অভিনয়ে: যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি প্রমুখ।

ঢাকা/শান্ত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ধ র ব হ ক ন টক র রহম ন আহম দ

এছাড়াও পড়ুন:

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে যুবদল কর্মী আলমগীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার যুবক আলমগীর আলমের সহযোগী ছিলেন। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মুহাম্মদ রাজু (২৮)। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার মৃত নুর নবীর ছেলে। পুলিশ জানিয়েছে, আলমগীর আলমকে গুলি করার সময় তাঁর পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন মুহাম্মদ রাজু।

গত ২৫ অক্টোবর বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারসংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয় আলমকে। এ সময় তাঁর স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন। পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন তাঁরা। আলমের বাড়ি পার্শ্ববর্তী ঢালারমুখ এলাকায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কবরস্থানে লুকিয়ে থাকা আটজন অস্ত্রধারী আলমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় মোটরসাইকেলে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হন। অস্ত্রধারীরা তাঁকে হত্যার পর রাঙামাটি সড়ক দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলে পালিয়ে গেছেন। নিহত আলমের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া যায়।

রাউজান থানা-পুলিশ জানায়, আলম নিহত হওয়ার দুই দিন পর তাঁর বাবা আবদুস সাত্তার বাদী হয়ে ২১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন। মামলার এজাহারে রাজুর নাম নেই। তবে ঘটনার তদন্তে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এর আগে এ মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ রাসেল খান (৩২) ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার বাসিন্দা ও যুবদল কর্মী মুহাম্মদ হৃদয় (৩০)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, যখন অস্ত্রধারীরা আলমগীর আলমকে গুলি করার জন্য কবরস্থানে লুকিয়ে ছিলেন, তখন আলমগীর আলমের পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন রাজু। তিনি আলমগীরের সহযোগী হিসেবে পরিচিত। তবে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অস্ত্র-মাদকসহ বিভিন্ন মামলায় ১২ বছর কারাগারে ছিলেন আলম। তিনি গত বছরের ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরোধী: মির্জা ফখরুল
  • কাঁচাপাট রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেএ চেয়ারম্যানের
  • বাবাকে না পেয়ে ঘর থেকে বেরিয়ে সড়কে যায় শিশু, মুহূর্তে ট্রাকচাপায় নিহত
  • রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর সহযোগী গ্রেপ্তার
  • ক্ষুব্ধ-বিরক্ত আঁখি বললেন, ভণ্ডামি থেকে মুক্তি চাই
  • ‘বয়স বাড়ছে, বুঝে ফেলি কে মিথ্যা বলে’—ফেসবুকে আঁখি আলমগীর