সিঙ্গাপুরের বিপক্ষে যেমন হবে হামজাদের একাদশ, শমিত কি খেলবেন?
Published: 10th, June 2025 GMT
অপেক্ষার অবসান ঘটছে আজ। ঢাকায় ১৬৫৯ দিন পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোমের। তাকে ঘিরেই এখন বাড়তি কৌতূহল।
কানাডার ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলা শমিত সাধারণত রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। বাংলাদেশে এসে কোচ হাভিয়ের কাবরেরার নজর কাড়তে পেরেছেন এই তরুণ। আজকের ম্যাচেও তাকে সেই ভূমিকাতেই দেখা যেতে পারে, বিশেষ করে প্রতিপক্ষ বল পায়ে খেলার দল সিঙ্গাপুর হওয়ায় কোচ কৌশলে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মাঝমাঠের রক্ষণে।
সেক্ষেত্রে শমিত ও ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরীকে নিয়ে ডাবল পিভট গঠন করতে পারেন কাবরেরা। এই সমীকরণে বেঞ্চে শুরু করতে হতে পারে অধিনায়ক জামাল ভূঁইয়াকে। এমনকি ভুটানের বিপক্ষে গোল করা সোহেল রানাও একাদশে জায়গা নাও পেতে পারেন। তার বদলে কেন্দ্রীয় মিডফিল্ডে সুযোগ পেতে পারেন তরুণ কাজেম কিরমানী।
রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের ম্যাচের চারজন তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন আজও থাকছেন প্রথম একাদশে। গোলবার সামলাবেন তরুণ মিতুল মারমা।
আক্রমণভাগেও কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন আনতে পারেন কোচ। বাঁ প্রান্তে শুরু করতে পারেন ফাহমিদুল ইসলাম, যিনি ভুটান ম্যাচে নজর কেড়েছেন। রাকিব হোসেনকে দেখা যেতে পারে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায়, যদিও ক্লাব ও জাতীয় দলে তিনি সাধারণত রাইট উইংয়ে খেলেন। যদি রাকিবকে উইংয়ে ফেরানো হয়, তাহলে স্ট্রাইকার হতে পারেন আল আমিন। সেক্ষেত্রে মোহাম্মদ ইবরাহিম বেঞ্চে শুরু করবেন, যদিও শেষ দিকে তাকে বদলি হিসেবে দেখা যেতে পারে। তবে শেষ মুহূর্তে ইনজুরি বা কৌশলগত কারণে একাদশে পরিবর্তন আনতেই পারেন কোচ কাবরেরা।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মিতুল মারমা; তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন; হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম কিরমানী; মোহাম্মদ ইবরাহিম, রাকিব হোসেন, ফাহমিদুল ইসলাম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।