টাকলা ফরহাদ পেশায় বেকার, এলাকার কোন মেয়েই তার টাক দেখে তাকে বিয়ে করতে চায় না, তাই সে বিয়ে করার জন্য দুলাভাইয়ের এলাকায় আশ্রয় নেয় এবং মাথায় আলগা চুল ব্যবহার করে। পাশাপাশি টাক সমস্যা সমাধানের জন্য চিকিৎসা চালাতে থাকে।

এদিকে  শিলা রূপে গুণে অনন্যা, তবে একটু মাথা গরম এবং নিজেকে বিশ্বসুন্দরী ভাবা মেয়ে। তাই আশেপাশের বান্ধবীদের স্বামী কম সুন্দর হলে তুচ্ছ তাচ্ছিল্য করে, একদিন একবান্ধবীর সাথে ঝগড়া বাঁধিয়ে চ্যালেঞ্জ করে বসে সে সুন্দর হেয়ার স্টাইল, হ্যান্ডসাম ছেলে বিয়ে করে দেখাবে। তাই শিলাকে কোন টাকলা, অসুন্দর ছেলে প্রেমের প্রস্তাব দিলে নিশ্চিত মার খেতে হয়। এমনই একজন টাকলা ছেলেকে প্রেমের প্রস্তাব দেয়ার অপরাধে শিলা লাঠি হাতে তাড়া করে, এমন সময় চোখ পরে ফরহাদের সুন্দর চুলের উপর। ফরহাদকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে শিলা। এর পরিণয় হলো বিয়ে তাও আবার ১ টাকা দেনমোহরে।

শিলা বাসর ঘরে জেগে জেগে স্বপ্ন দেখে সে ফরহাদের সাথে কাপন ডান্স করছে, বাতাসে ফরহাদের কপালের চুল উড়ছে। কিন্তু বাস্তবে ফরহাদ বাসর ঘরে বৌয়ের সাথে রোমান্টিক কথা বলতে বলতে ফুলের গন্ধে হাচি দিয়ে টাক বের করে ফেলে। আলগা চুল গিয়ে পরে শিলার মুখে, ফরহাদের টাক দেখে শিলা অজ্ঞান, বোন দুলাভাই সবাই দৌড়ে ঘরে ঢুকে ফরহাদের চিৎকারে। জ্ঞান ফিরতে শিলা কান্নাকাটি শুরু করে এক টাকা দেন মোহরে বিয়ে করেছে এরকম একটা টাকলা জামাই যেটা তার একদমই পছন্দ দিল না। এমন গল্পের একটি নাটকে  ফরহান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শিলা চরিত্রে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে।

নাটকের নাম ‘টাক কোন সমস্যা না’। এটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। আরটিভিতে আগামীকাল রাত ৮টায় প্রচার হবে নাটকটি। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফরহ দ র স ন দর

এছাড়াও পড়ুন:

শিক্ষক নিবন্ধনের ই-সনদ প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের ই-সনদ প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ সনদ প্রকাশ করা হয়। আজ থেকে এনটিআরসিএর ওয়েবসাইট থেকে এ সনদ ডাউনলোড করা যাচ্ছে।

প্রার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র এনটিআরসিএ-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৭ জুন) ই-সনদে ভুল তথ্য সংশোধনের নির্দেশনা দেয় এনটিআরসিএ। তাতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে ই-প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুন:

লাখের বেশি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য চালু হচ্ছে সর্বজনীন পেনশন

আরো বলা হয়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে।

যেসব প্রার্থীর নিজ জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা/হাসান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ