বাইরে বের হলে অনেকেরই নিয়মিত কাজল লাগানোর অভ্যাস আছে। আর কিছু না হলেও চোখে কাজল এবং ঠোঁটে লিপস্টিক লাগালে দেখতেও অনেক ভালো লাগে । তবে বাড়ি ফিরে ক্লান্ত লাগলে কেউ কেউ কাজল তুলতে চান না। এ কারণে পরেরদিনও চোখে কাজল থেকে যায়। দীর্ঘ সময় চোখে কাজল লাগা থাকলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন-
চোখ জ্বালা
একটানা অনেক ক্ষণ কাজল পরে থাকার কারণে চোখ জ্বালা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানোর মতো সমস্যা দেখা দিতে পারে। কারণ এখন বাজারে পাওয়া বেশির ভাগ কাজলে রাসায়নিক দেওয়া থাকে। রাসায়নিক মিশ্রিত কাজল চোখের মধ্যে ঢুকে গেলে এই ধরনের সমস্যা হতে পারে।
চোখ থেকে পানি পড়া
মোবাইল, ল্যাপটপের দিকে অনেক ক্ষণ তাকিয়ে থাকলে চোখ থেকে পানি পড়ে অনেকেরই। দীর্ঘক্ষণ কাজল পরে থাকার কারণেও এই সমস্যা হতে পারে।
সংক্রমণ
দীর্ঘ ক্ষণ কাজল পরে থাকলে তো বটেই, এমনকী মেয়াদ উত্তীর্ণ কাজল ব্যবহার করলেও চোখে সমস্যা হতে পারে। অনেক সময় কাজল পেন্সিল ব্যবহার করলে কিংবা জেল কাজল পরার ব্রাশ পুরনো হয়ে গেলেও চোখে সংক্রমণ হতে পারে।
চোখের পাতা ঝরা
ঘন ঘন রাসায়নিক দেওয়া কাজল ব্যবহার করলে চোখের পাতা নষ্ট করতে পারে। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে যেমন চুল ঝরে পড়ে, তেমনই চোখের পাতাও ঝরে পড়তে পারে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।