‘দিনরাত শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। রাত যতই ঘনিয়ে আসছে, বিস্ফোরণের শব্দ ততই তীব্র হচ্ছে। এই মুহূর্তে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হতে খুব ভয় পাচ্ছি।’

তেহরান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী টিকের এসব কথা বলেন বিবিসিকে। 

টিকে জানান, ইরানের অনেক মানুষের মতো, সেও তার পরিবার এবং বন্ধুদের সাথে বারবার যোগাযোগ করছে। জানার চেষ্টা করছে, তারা নিরাপদ আছে কিনা।

‘সবাই একই কথা বলছে যে তারা ঘুমাতে পারছে না,’ বলেন টিকে।

ইসরায়েলি অব্যাহত আক্রমণের মধ্যেই, কলেজের পরীক্ষায় মনোযোগ দেয়ার চেষ্টা করছে টিকে। বছরের পর বছর ধরে সে এর জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু এখন এটি অনেক দূরের চিন্তা বলেই মনে হচ্ছে।

তিনি বলেন, ‘আমি সত্যিই যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছেড়ে যেতে চাই।কিন্তু আমার কাছে যথেষ্ট অর্থ নেই।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ