১. ‘দিবসহী বহুড়ী কাউহি ডর ভাই। রাতি ভইলে কামরু জাই’ পদটি—
ক. শবরপা-২৮ নম্বর
খ. কুক্কুরীপা-২ নম্বর
গ. ঢেগুণপা-৩৩ নম্বর
ঘ. ভুসুকুপা-২৩ নম্বর

২. কে প্রাচীনযুগের কবি নন?
ক. মহীধরপা
খ. কম্বলাম্বরপা
গ. কঙ্কপা
ঘ. আর্যদেবপা

৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে পদসংখ্যা কত?
ক. ৪৬
খ. ৫০
গ. ৫১
ঘ. ২৫

৪. চর্যাপদের ২৩ নম্বর খণ্ডিত পদে কয়টি পদ পাওয়া যায়নি?
ক.

৪টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৫টি

৫. ‘বিদ্যাসুন্দর’ কোন মঙ্গলকাব্যের চরিত্র?
ক. ধর্মমঙ্গল
খ. অন্নদামঙ্গল
গ. চণ্ডীমঙ্গল
ঘ. মনসামঙ্গল

৬. মনসামঙ্গলের (সুস্পষ্ট সাল–তারিখসহ) প্রথম রচয়িতা কে?
ক. বিপ্রদাস পিপিলাই
খ. বিজয় গুপ্ত
গ. কানা হরিদত্ত
ঘ. মুরারী শীল

৭. ‘ঈষত হাসির তরঙ্গ-হিল্লোলে, মদন মুরুছা পায়’–এর রচয়িতা কে?
ক. বিদ্যাপতি
খ. গোবিন্দদাস
গ. মুকুন্দদাস
ঘ. কানাহরি দত্ত

৮. ‘আমীর হামজা’ কাব্যের রচয়িতা কে?
ক. গোপী নাথ
খ. শেখ ফয়জুল্লাহ
গ. ফকির গরীবুল্লাহ
ঘ. সাবিরিদ খান

৯. বাংলাদেশের সংগৃহীত গীতিকা সাধারণত কয় ধরনের?
ক. ৪
খ. ২
গ. ৩
ঘ. ৬

১০. কবি আলাওল কোন শতকের কবি?
ক. সপ্তদশ
খ. অষ্টদশ
গ. ষোড়শ
ঘ. পঞ্চদশ

১১. ‘নন্দকিশোর’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন গল্পের?
ক. ল্যাবরেটরি
খ. ক্ষুধিত পাষাণ
গ. সমাপ্তি
ঘ. প্রায়শ্চিত্ত

১২. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সে’ কোর ধরনের রচনা?
ক. নাটক
খ. প্রবন্ধ
গ. গল্পগ্রন্থ
ঘ. উপন্যাস

১৩. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. ধূমকেতু
খ. নবযুগ
গ. লাঙ্গল
ঘ. কালি কলম

১৪. ‘পঞ্চানন বাচস্পতি’ মাইকেল মধুসূদন দত্তের কোন প্রহসনের চরিত্র?
ক. একেই কী বলে সভ্যতা
খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ. এর উপায় কী
ঘ. বুড়ো ভীমরতি

১৫. ‘এক পথ দুই বাঁক’ উপন্যাসের রচয়িতা কে?
ক. নীলিমা ইব্রাহিম
খ. সুফিয়া কামাল
গ. বেগম রোকেয়া
ঘ. জাহানারা ইমাম

১৬. ‘অশীতিপর শর্মা’ ছদ্মনামে কে লেখেন?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. কায়কোবাদ
গ. প্রমথ চৌধুরী
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

১৭. ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’ উপন্যাসটি কে লিখেছেন?
ক. আবু জাফর শামসুদ্দিন
খ. আবদুল গাফফার চৌধুরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. শামসুদ্দিন আবুল কালাম

১৮. ‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা বাড়ে’ উক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. প্রমথ চৌধুরী
গ. কাজী মোতাহার হোসেন
ঘ. হুমায়ুন আজাদ

১৯. ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. গিরিশচন্দ্র ঘোষ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. শঙ্খ ঘোষ
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

২০. ‘হোসেন মিয়া’ চরিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের?
ক. পদ্মানদীর মাঝি
খ. হাজার বছর ধরে
গ. লালসালু
ঘ. তিতাস একটি নদীর নাম

মডেল টেস্ট ১৩–এর উত্তর:
১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. ক।
১১. ক। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. ক। ১৯. গ। ২০. ক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপন য স র রচয় ত চর ত র

এছাড়াও পড়ুন:

দুর্নীতির মামলায় শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ছয়টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও সুলতান মাহমুদ।

আগামী ১১ ও ১৩ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের ঠিক করা হয়েছে।

মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ছয়টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরা হয়। শুনানি নিয়ে আদালত শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।

এর আগে গত ২০ জুলাই পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে করা মামলাটি এই আদালতে বদলি হয়।

দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, সম্প্রতি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের ছয়টি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে মামলাগুলো বিচারের জন্য অন্য আদালতে বদলির আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় গত এপ্রিলে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় তাঁদের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। তিনটি মামলায় তাঁদের ছাড়াও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জন অভিযোগপত্রভুক্ত আসামি।

২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।

পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয়টি মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।

সম্পর্কিত নিবন্ধ