৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৩
Published: 15th, June 2025 GMT
১. ‘দিবসহী বহুড়ী কাউহি ডর ভাই। রাতি ভইলে কামরু জাই’ পদটি—
ক. শবরপা-২৮ নম্বর
খ. কুক্কুরীপা-২ নম্বর
গ. ঢেগুণপা-৩৩ নম্বর
ঘ. ভুসুকুপা-২৩ নম্বর
২. কে প্রাচীনযুগের কবি নন?
ক. মহীধরপা
খ. কম্বলাম্বরপা
গ. কঙ্কপা
ঘ. আর্যদেবপা
৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে পদসংখ্যা কত?
ক. ৪৬
খ. ৫০
গ. ৫১
ঘ. ২৫
৪. চর্যাপদের ২৩ নম্বর খণ্ডিত পদে কয়টি পদ পাওয়া যায়নি?
ক.
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৫টি
৫. ‘বিদ্যাসুন্দর’ কোন মঙ্গলকাব্যের চরিত্র?
ক. ধর্মমঙ্গল
খ. অন্নদামঙ্গল
গ. চণ্ডীমঙ্গল
ঘ. মনসামঙ্গল
৬. মনসামঙ্গলের (সুস্পষ্ট সাল–তারিখসহ) প্রথম রচয়িতা কে?
ক. বিপ্রদাস পিপিলাই
খ. বিজয় গুপ্ত
গ. কানা হরিদত্ত
ঘ. মুরারী শীল
৭. ‘ঈষত হাসির তরঙ্গ-হিল্লোলে, মদন মুরুছা পায়’–এর রচয়িতা কে?
ক. বিদ্যাপতি
খ. গোবিন্দদাস
গ. মুকুন্দদাস
ঘ. কানাহরি দত্ত
৮. ‘আমীর হামজা’ কাব্যের রচয়িতা কে?
ক. গোপী নাথ
খ. শেখ ফয়জুল্লাহ
গ. ফকির গরীবুল্লাহ
ঘ. সাবিরিদ খান
৯. বাংলাদেশের সংগৃহীত গীতিকা সাধারণত কয় ধরনের?
ক. ৪
খ. ২
গ. ৩
ঘ. ৬
১০. কবি আলাওল কোন শতকের কবি?
ক. সপ্তদশ
খ. অষ্টদশ
গ. ষোড়শ
ঘ. পঞ্চদশ
১১. ‘নন্দকিশোর’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন গল্পের?
ক. ল্যাবরেটরি
খ. ক্ষুধিত পাষাণ
গ. সমাপ্তি
ঘ. প্রায়শ্চিত্ত
১২. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সে’ কোর ধরনের রচনা?
ক. নাটক
খ. প্রবন্ধ
গ. গল্পগ্রন্থ
ঘ. উপন্যাস
১৩. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. ধূমকেতু
খ. নবযুগ
গ. লাঙ্গল
ঘ. কালি কলম
১৪. ‘পঞ্চানন বাচস্পতি’ মাইকেল মধুসূদন দত্তের কোন প্রহসনের চরিত্র?
ক. একেই কী বলে সভ্যতা
খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ. এর উপায় কী
ঘ. বুড়ো ভীমরতি
১৫. ‘এক পথ দুই বাঁক’ উপন্যাসের রচয়িতা কে?
ক. নীলিমা ইব্রাহিম
খ. সুফিয়া কামাল
গ. বেগম রোকেয়া
ঘ. জাহানারা ইমাম
১৬. ‘অশীতিপর শর্মা’ ছদ্মনামে কে লেখেন?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. কায়কোবাদ
গ. প্রমথ চৌধুরী
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
১৭. ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’ উপন্যাসটি কে লিখেছেন?
ক. আবু জাফর শামসুদ্দিন
খ. আবদুল গাফফার চৌধুরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. শামসুদ্দিন আবুল কালাম
১৮. ‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা বাড়ে’ উক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. প্রমথ চৌধুরী
গ. কাজী মোতাহার হোসেন
ঘ. হুমায়ুন আজাদ
১৯. ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. গিরিশচন্দ্র ঘোষ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. শঙ্খ ঘোষ
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
২০. ‘হোসেন মিয়া’ চরিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের?
ক. পদ্মানদীর মাঝি
খ. হাজার বছর ধরে
গ. লালসালু
ঘ. তিতাস একটি নদীর নাম
মডেল টেস্ট ১৩–এর উত্তর:
১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. ক।
১১. ক। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. ক। ১৯. গ। ২০. ক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপন য স র রচয় ত চর ত র
এছাড়াও পড়ুন:
সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি।
আমাদের দলে যে সিদ্ধান্ত সবাইকে মানবিক কর্মকান্ডে থাকতে হবে সেই সিদ্ধান্তর মোতাবেকি কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবায় তাদের পাশে থাকতে চায়। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো মানুষের কল্যাণেই আগামী দিনে কাজ করবে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোতে আগামীতে যে দেশ পরিচালনা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে আগামী দিনের যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথমেই ৫০ লাখ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।
যে পরিবারের প্রধান তার নামেই সে ফ্যামিলি কার্ড হবে এবং নারীরা রাষ্ট্রের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
সকল পণ্যের উপরে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে সকলের জন্য খাদ্য নিশ্চিত করবে। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এর সুফল আপনারা পাবেন। শুধু তাই না হেল্প কার্ডেরও ব্যবস্থা করা হবে। বিনামূল্যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে । যাতে করে এদেশের মানুষ হাসপাতালে গেলে তাদের সঠিক চিকিৎসাটি পায়।
এই হেল্প কার্ডের মাধ্যমে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। সুতরাং আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।