সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে দিনে দুপুরে ১০ লাখ টাকা ছিনতাই
Published: 15th, June 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে আদমজী ইপিজেডের একটি প্যাকেজিং কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে প্রকাশ্য দিবালোকে ব্যাগ ভর্তি ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
রবিবার (১৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার নতুন রাস্তার পাশে ডিএনডি পানির পাম্পের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কোম্পানির জেনারেল ম্যানেজার মো.
অভিযোগের সূত্রমতে, আদমজী ইপিজেডে ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের একাউন্টস অফিসার মোঃ নুরুল ইসলাম (৬২) ও সহকারী একাউন্টস অফিসার নাজমুল হাসান (২৭) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শিমরাইল শাখা থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে দুপুর ২টা ২০ মিনিটে ব্যাংক থেকে বের হয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা হয়।
ব্যাগের ভেতর টাকার সঙ্গে নাজমুল হাসানের দুটি মোবাইল ফোনও ছিল। হিরাঝিল নতুন রাস্তা পানির পাম্পের মূল ফটকের পূর্ব পার্শ্বে তারা অটো রিকসা নেয়ার সময় পেছন দিক থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের জানালা দিয়ে ছিনতাইকারীরা নাজমুল হাসানের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তা ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলেন। হিরাঝিল এলাকায় পৌঁছানোর পর একটি প্রাইভেটকারে করে আসা দুর্বৃত্তরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।’ ঘটনার আকস্মিকতায় তারা গাড়ির নম্বরটি দেখতে পারেননি।
এদিকে টাকার সঙ্গে দুটি মোবাইল ফোন ছিল। ওই মোবাইল নাম্বার ট্র্যাকিং করলে ছিনতাইয়ের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, আমরা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ নত ই স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
ক্যারিবীয় জাহাজে আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
ক্যারিবীয় সাগরে একটি জাহাজে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে জাহাজটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
রবিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আরো পড়ুন:
নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পের
কানাডার সঙ্গে আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের
শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই জাহাজটিকে অবৈধ মাদক চোরাচালানে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছিল।”
তিনি বলেন, “আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই হামলার সময় জাহাজটিতে ‘তিনজন পুরুষ মাদক-সন্ত্রাসী’ ছিলেন। তিনজনই নিহত হয়েছেন।”
শনিবারের এই হামলার আগে গত বুধবার ক্যারিবীয় সাগরে আরো একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলায় চারজন নিহত হন। গত সোমবার মার্কিন হামলায় নিহত হন ১৪ জন।
মাদক পাচারের অভিযোগ তুলে সেপ্টেম্বর মাস থেকে এই অঞ্চলে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে এখন পর্যন্ত ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নাগরিকসহ ৬২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া ১৪টি নৌযান এবং একটি সাবমেরিন ধ্বংস হয়েছে।
তবে নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র এখনও দেয়নি। ফলে হামলার বৈধতা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। কিছু আইনজীবী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মতো প্রতিবেশী দেশগুলো এই হামলার নিন্দা জানিয়েছে।
ভেনেজুয়েলা বলছে, যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ শুরু করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিশ্রুতি দিয়েছেন, দেশটি মার্কিন সামরিক হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করবে।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং মেক্সিকো উপসাগরে মোতায়েন করেছে আরেকটি যুদ্ধজাহাজ।
ট্রাম্প প্রশাসন মাদক চোরাচালানকারী নৌযানের ওপর তাদের হামলাকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের নৌযান সাধারণত আটক করা হয় ও ক্রুদের গ্রেপ্তার করা হয়। কিন্তু সাম্প্রতিক মার্কিন অভিযানগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে পুরো নৌকা ধ্বংস করা হচ্ছে। জাতিসংঘ-নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা এই অভিযানগুলোকে ‘বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড’ হিসাবে বর্ণনা করেছেন।
ঢাকা/ফিরোজ