সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে দিনে দুপুরে ১০ লাখ টাকা ছিনতাই
Published: 15th, June 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে আদমজী ইপিজেডের একটি প্যাকেজিং কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে প্রকাশ্য দিবালোকে ব্যাগ ভর্তি ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
রবিবার (১৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার নতুন রাস্তার পাশে ডিএনডি পানির পাম্পের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কোম্পানির জেনারেল ম্যানেজার মো.
অভিযোগের সূত্রমতে, আদমজী ইপিজেডে ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের একাউন্টস অফিসার মোঃ নুরুল ইসলাম (৬২) ও সহকারী একাউন্টস অফিসার নাজমুল হাসান (২৭) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শিমরাইল শাখা থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে দুপুর ২টা ২০ মিনিটে ব্যাংক থেকে বের হয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা হয়।
ব্যাগের ভেতর টাকার সঙ্গে নাজমুল হাসানের দুটি মোবাইল ফোনও ছিল। হিরাঝিল নতুন রাস্তা পানির পাম্পের মূল ফটকের পূর্ব পার্শ্বে তারা অটো রিকসা নেয়ার সময় পেছন দিক থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের জানালা দিয়ে ছিনতাইকারীরা নাজমুল হাসানের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তা ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলেন। হিরাঝিল এলাকায় পৌঁছানোর পর একটি প্রাইভেটকারে করে আসা দুর্বৃত্তরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।’ ঘটনার আকস্মিকতায় তারা গাড়ির নম্বরটি দেখতে পারেননি।
এদিকে টাকার সঙ্গে দুটি মোবাইল ফোন ছিল। ওই মোবাইল নাম্বার ট্র্যাকিং করলে ছিনতাইয়ের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, আমরা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ নত ই স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নবীনবরণ অনুষ্ঠিত
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রেওয়ান, এনডিসি, পিএসসি, পরিচালক, ডিপি (আর্মি)–২, ডিজিডিপি ও কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, এনডিসি, পিএসসি।
একাদশ শ্রেণির নবাগত প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৪১১ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২ হাজার ২২৭ জন জিপিএ–৫ অর্জন করেছে। বিজ্ঞপ্তি
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫