সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আদমজী নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। রাজনৈতিক ছত্রছায়া ও ক্ষমতার প্রভাবে এলাকায় গড়ে তুলেছেন একচ্ছত্র প্রভাব-প্রতিপত্তি।

বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরব ছিলেন জাহাঙ্গীর। মতিউর রহমান মতির নেতৃত্বাধীন মিছিল ও সভা-সমাবেশে তাঁকে দেখা যেত সামনে থেকেই নেতৃত্ব দিতে।

সেই ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে আদমজী ইপিজেড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলেন অবৈধ বাসস্ট্যান্ড। পাশাপাশি ইপিজেডে রয়েছে তাঁর বিস্তৃত ব্যবসা-বাণিজ্য।

গত ৫ আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অত্র এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলে জাহাঙ্গীর আলমও ব্যবসা-বাণিজ্য ছেড়ে গা ঢাকা দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পুরনো রূপে ফিরে আসেন তিনি এবং ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে থাকেন আগের মতই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যুবলীগ নেতা মতিউর রহমান মতির সঙ্গে জাহাঙ্গীর আলমের বিভিন্ন মিছিল ও সমাবেশের ছবি ছড়িয়ে পড়লে, পুনরায় আত্মগোপনে চলে যান তিনি। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের দুষ্টচক্রের অংশ এবং তিনি অতীতে যুবলীগ নেতার ছত্রছায়ায় থেকে অবৈধ দখল ও নানা ব্যবসা-বাণিজ্য চালিয়েছেন। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বল গ ন র য়ণগঞ জ য বল গ ব যবস

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ