সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আদমজী নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। রাজনৈতিক ছত্রছায়া ও ক্ষমতার প্রভাবে এলাকায় গড়ে তুলেছেন একচ্ছত্র প্রভাব-প্রতিপত্তি।

বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরব ছিলেন জাহাঙ্গীর। মতিউর রহমান মতির নেতৃত্বাধীন মিছিল ও সভা-সমাবেশে তাঁকে দেখা যেত সামনে থেকেই নেতৃত্ব দিতে।

সেই ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে আদমজী ইপিজেড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলেন অবৈধ বাসস্ট্যান্ড। পাশাপাশি ইপিজেডে রয়েছে তাঁর বিস্তৃত ব্যবসা-বাণিজ্য।

গত ৫ আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অত্র এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলে জাহাঙ্গীর আলমও ব্যবসা-বাণিজ্য ছেড়ে গা ঢাকা দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পুরনো রূপে ফিরে আসেন তিনি এবং ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে থাকেন আগের মতই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যুবলীগ নেতা মতিউর রহমান মতির সঙ্গে জাহাঙ্গীর আলমের বিভিন্ন মিছিল ও সমাবেশের ছবি ছড়িয়ে পড়লে, পুনরায় আত্মগোপনে চলে যান তিনি। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের দুষ্টচক্রের অংশ এবং তিনি অতীতে যুবলীগ নেতার ছত্রছায়ায় থেকে অবৈধ দখল ও নানা ব্যবসা-বাণিজ্য চালিয়েছেন। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বল গ ন র য়ণগঞ জ য বল গ ব যবস

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ