সিদ্ধিরগঞ্জে ধরা ছোঁয়ার বাইরে যুবলীগ নেতা মতির সহযোগী জাহাঙ্গীর, ক্ষোভ চরমে
Published: 15th, September 2025 GMT
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আদমজী নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। রাজনৈতিক ছত্রছায়া ও ক্ষমতার প্রভাবে এলাকায় গড়ে তুলেছেন একচ্ছত্র প্রভাব-প্রতিপত্তি।
বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরব ছিলেন জাহাঙ্গীর। মতিউর রহমান মতির নেতৃত্বাধীন মিছিল ও সভা-সমাবেশে তাঁকে দেখা যেত সামনে থেকেই নেতৃত্ব দিতে।
সেই ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে আদমজী ইপিজেড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলেন অবৈধ বাসস্ট্যান্ড। পাশাপাশি ইপিজেডে রয়েছে তাঁর বিস্তৃত ব্যবসা-বাণিজ্য।
গত ৫ আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অত্র এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলে জাহাঙ্গীর আলমও ব্যবসা-বাণিজ্য ছেড়ে গা ঢাকা দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পুরনো রূপে ফিরে আসেন তিনি এবং ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে থাকেন আগের মতই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যুবলীগ নেতা মতিউর রহমান মতির সঙ্গে জাহাঙ্গীর আলমের বিভিন্ন মিছিল ও সমাবেশের ছবি ছড়িয়ে পড়লে, পুনরায় আত্মগোপনে চলে যান তিনি। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসীর দাবি, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের দুষ্টচক্রের অংশ এবং তিনি অতীতে যুবলীগ নেতার ছত্রছায়ায় থেকে অবৈধ দখল ও নানা ব্যবসা-বাণিজ্য চালিয়েছেন। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বল গ ন র য়ণগঞ জ য বল গ ব যবস
এছাড়াও পড়ুন:
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নবীনবরণ অনুষ্ঠিত
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রেওয়ান, এনডিসি, পিএসসি, পরিচালক, ডিপি (আর্মি)–২, ডিজিডিপি ও কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, এনডিসি, পিএসসি।
একাদশ শ্রেণির নবাগত প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৪১১ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২ হাজার ২২৭ জন জিপিএ–৫ অর্জন করেছে। বিজ্ঞপ্তি
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫