প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতে ৪টি পদে মোট ২৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে আবেদন করতে হবে আগ্রহীদের।

পদের নাম ও পদসংখ্যা

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৭

বেতনস্কেল: ১১০০০–২৬৫৯০ টাকা

২.

কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ৭

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা

আরও পড়ুনঅপারেশন বুনিয়ান-উন-মারসুস–তাহরির স্কয়ার–পিপল’স অ্যাকশন পার্টি কী, জেনে নিন বিস্তারিত১৫ মে ২০২৫

আবেদনকারীদের জন্য কিছু শর্ত প্রযোজ্য। এগুলো হলো—

১. সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. আবেদনকারীর বয়স ০১/০৫/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ১ ও ৩ নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে বাংলাদেশ সচিবালয় (নন-ক্যাডার গেজেটেড অফিসার এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০) অনুসারে নিযুক্ত বা নিয়োজিত কর্মচারীরা বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

৩. চাকরির আবেদনপত্রে সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।

৪. যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন—এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

আরও পড়ুনচীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মিলবে বই কেনারও অর্থ, আইইএলটিসে ৭ হলে আবেদন০৭ মে ২০২৫

৫. সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি আছে। এগুলো হলো—

ক. অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু ২০ মে ২০২৫ তারিখ সকাল ১০টা।

খ. অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় ১৯ জুন ২০২৫ বিকেল ৫টা।

গ. এ সময়ের মধ্যে ইউজার আইডি (User ID) প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দেবেন।

ঘ. অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঙ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা–সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ০১-০৫-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আরও পড়ুনবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ১৩ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব তনস ক ল পর ক ষ র পদস খ য

এছাড়াও পড়ুন:

ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন

দেশের অন্যতম বড় বেসরকারি সংস্থা ব্র্যাক জেলা পর্যায়ে নতুন ম্যানেজার নিয়োগ দেবে। সংস্থাটি তাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিটেইল সেলস বিভাগে ‘ডিস্ট্রিক্ট ম্যানেজার’ পদে জনবল নেবে। পদের সংখ্যা নির্ধারিত না হলেও নারী ও পুরুষ উভয় প্রার্থীকেই আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিটি পূর্ণকালীন ও দেশের যেকোনো জেলায় কর্মস্থল হতে পারে। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

উল্লেখ্য, ব্র্যাক দেশে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

একনজরে চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগের নাম: রিটেইল সেলস, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

পদের নাম: ডিস্ট্রিক্ট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ৩ বছর

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের নিয়ম: এই লিংকে ক্লিক করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ সময়: ৭ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ আগস্ট ২০২৫)
  • ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স, আবেদন শেষ ২০ আগস্ট
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভার্ন্যান্স স্টাডিজে মাস্টার্স, যোগ্যতা ডিগ্রি পাস
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ, সিজিপিএ ২.৫০ হলেই ভর্তি
  • ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৩
  • আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)
  • ঢাকা শিক্ষা বোর্ডে দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, শুরু ১ আগস্ট থেকে
  • ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন
  • অনুদান পায়নি ৫০ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৬২ ব্যক্তি, করণীয় জানাল শিক্ষা মন্ত্রণালয়