ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে সাকিব আল হাসানকে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব। সিপিএল কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছে।
কিছুদিন আগে সাকিব পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন। এবার খুলল তার সিপিএলের দরজা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না থাকায় তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই খেলতে হবে।
দুই বছর পর সাকিবকে দেখা যাবে সিপিএলে। সর্বশেষ ২০২২ সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন। সিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস এবং ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াসে। পাঁচ বছর পর সবশেষ ২০২২ সালে খেলেছিলেন। এবার তিন বছর পর নতুন আরেকটি দলে তাকে দেখা যাবে।
আরো পড়ুন:
শেয়ারবাজারের শত কোটি টাকা আত্মসাৎ: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
সাকিবসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। যা সিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং। সব মিলিয়ে সিপিএলে ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন ৪৪৮। উইকেট নিয়েছেন ৩৭টি।
আগামী ১৪ আগস্ট থেকে শুরু সিপিএল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন স প এল
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস পরীক্ষার সাময়িক সনদ–ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়েছে ৩ জুলাই, চলবে ২৪ জুলাই পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিচে উল্লিখিত আঞ্চলিক কেন্দ্র থেকে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকার পাওয়া প্রতিনিধির মাধ্যমে সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে হবে।
নির্ধারিত বিভাগ ও জেলার নাম—১. রাজশাহী আঞ্চলিক কেন্দ্র—রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভেড়ামারা সরকারি কলেজ এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর কলেজ।
বিতরণের স্থান ও ঠিকানা: রাজশাহী আঞ্চলিক কেন্দ্র, বাড়ি নম্বর ৩৫৪, বালিয়া পুকুর বড় বটতলা, ঘোড়ামারা, রাজশাহী। ফোন: ০৭২১-৭৬২১৪১।
২. বগুড়া আঞ্চলিক কেন্দ্র—সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: বগুড়া আঞ্চলিক কেন্দ্র, মাটিঢালীমোড় বারপুর (ডায়াবেটিক) হাসপাতালসংলগ্ন, বগুড়া। ফোন: ০১৯১২-৪০৮৫৭০।
৩. সিলেট আঞ্চলিক কেন্দ্র—সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলার বড়লেখা, রাজানগর, জুরি ও কুলাউড়া উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: সিলেট আঞ্চলিক কেন্দ্র, আহাদ ভিলা, পাঠানটোলা পয়েন্ট, সিলেট। ফোন: ০৮২১-৭২৯১০২।
৪. হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র—হবিগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মৌলভীবাজার জেলার সদর উপজেলা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা; নরসিংদী জেলার রায়পুরা উপজেলা ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র, হোল্ডিং নম্বর ৩৩, ওয়ার্ড নম্বর ২, দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। ফোন ০১৭১৬–৫৬৩০৩৭,০১৭৭৭–৭৮৯০৪৯।
৫. ঢাকা বিভাগ—ঢাকা মহানগর, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর। ফোন: ০২-৯৯৬৬৯১৫৬৭।
দরকারি তথ্য—১। প্রাধিকার পাওয়া প্রতিনিধিকে সংশ্লিষ্ট কলেজের পক্ষে সনদ ও ট্রান্সক্রিপ্ট গুণে বুঝে নিতে হবে।
২। সনদ, ট্রান্সক্রিপ্ট কম/বেশি/ডাবল প্রিন্ট হলে, এক কলেজের সনদ–ট্রান্সক্রিপ্ট ভুলবশত অন্য কলেজে চলে গেলে, এ ছাড়া বিতরণ করা সনদ, ট্রান্সক্রিপ্ট–সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে তা উল্লেখিত বিতরণের তারিখ থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পত্র বা প্রতিনিধি মারফত অবগত করে সমাধান করতে হবে। উক্ত সময়ের পর কোনো ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না। এ–সংক্রান্ত বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট