ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে সাকিব আল হাসানকে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব। সিপিএল কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছে।
কিছুদিন আগে সাকিব পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন। এবার খুলল তার সিপিএলের দরজা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না থাকায় তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই খেলতে হবে।
দুই বছর পর সাকিবকে দেখা যাবে সিপিএলে। সর্বশেষ ২০২২ সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন। সিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস এবং ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াসে। পাঁচ বছর পর সবশেষ ২০২২ সালে খেলেছিলেন। এবার তিন বছর পর নতুন আরেকটি দলে তাকে দেখা যাবে।
আরো পড়ুন:
শেয়ারবাজারের শত কোটি টাকা আত্মসাৎ: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
সাকিবসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। যা সিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং। সব মিলিয়ে সিপিএলে ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন ৪৪৮। উইকেট নিয়েছেন ৩৭টি।
আগামী ১৪ আগস্ট থেকে শুরু সিপিএল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন স প এল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট