নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাতাহাতির সময় ভাড়াটিয়ার পরিবারের সদস্যদের ধাক্কায় মো. আবুল বাশার (৭০) নামে বাড়িওয়ালার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডস্থ পাইনাদি নতুন মহল্লা এলাকায় ঘটনাটি ঘটে।  মঙ্গলবার (২৪ জুন) সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটককৃতরা হলেন- মো.

তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), তার স্ত্রী আলেহা বেগম (২২) এবং সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)।

আরো পড়ুন:

ঝিনাইদহে ভ্যানচালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, এক বছরের বেশি সময় ধরে নিহতের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন আটককৃতরা। গত ৩ মাস ধরে ঘর ভাড়া পরিশোধ করছিলেন না তারা। এ কারণে বাড়ির মালিক সোহাগ হোসেনকে বাড়ি ছাড়ার কথা জানান। এ নিয়ে উভয়ের প্রায় ঝগড়া হতো। গতকাল সোমবার রাতে বাড়ির মালিক সোহাগ হোসেনের ঘরে তালা ঝুলিয়ে দেন। রাত সাড়ে ১১টার দিকে সোহাগ বাসায় এসে তার ঘরের গেট আটকানো দেখতে পান। তিনি বাড়িওয়ালার ছেলে নাফিজকে গেট খুলে দিতে অনুরোধ করেন।

একপর্যায়ে গেট খুলে দিয়ে নাফিজ সোহাগের সঙ্গে বাকবিতাণ্ডায় জড়ান। এসময় নাফিজের অপর ভাই বাধনও বাকবিতাণ্ডায় যোগ দেন। দুই ভাইয়ের সঙ্গে সোহাগের হাতাহাতি শুরু হয়। চেঁচামেচি শুনে সোহাগের স্ত্রী ও মা এবং বাড়িমালিক আবুল বাশার এসে তাদের শান্ত করার চেষ্টা করেন।

ঝগড়া থামাতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার ধাক্কা লেগে পরে যান। আহত অবস্থায় তাকে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে আবুল বাশারকে খানপুর ৩০০ শষ্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঘর ভাড়া নিয়ে ঝগড়া হয়। ভাড়াটিয়ারা আবুল বাশারকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে নিলে আবুল বাশার মারা যান। আমরা ভাড়াটিয়াদের আটক করেছি। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে।”

ঢাকা/অনিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য আটক অভ য গ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন