ভাড়াটিয়ার ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩
Published: 24th, June 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাতাহাতির সময় ভাড়াটিয়ার পরিবারের সদস্যদের ধাক্কায় মো. আবুল বাশার (৭০) নামে বাড়িওয়ালার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডস্থ পাইনাদি নতুন মহল্লা এলাকায় ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২৪ জুন) সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মো.
আরো পড়ুন:
ঝিনাইদহে ভ্যানচালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, এক বছরের বেশি সময় ধরে নিহতের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন আটককৃতরা। গত ৩ মাস ধরে ঘর ভাড়া পরিশোধ করছিলেন না তারা। এ কারণে বাড়ির মালিক সোহাগ হোসেনকে বাড়ি ছাড়ার কথা জানান। এ নিয়ে উভয়ের প্রায় ঝগড়া হতো। গতকাল সোমবার রাতে বাড়ির মালিক সোহাগ হোসেনের ঘরে তালা ঝুলিয়ে দেন। রাত সাড়ে ১১টার দিকে সোহাগ বাসায় এসে তার ঘরের গেট আটকানো দেখতে পান। তিনি বাড়িওয়ালার ছেলে নাফিজকে গেট খুলে দিতে অনুরোধ করেন।
একপর্যায়ে গেট খুলে দিয়ে নাফিজ সোহাগের সঙ্গে বাকবিতাণ্ডায় জড়ান। এসময় নাফিজের অপর ভাই বাধনও বাকবিতাণ্ডায় যোগ দেন। দুই ভাইয়ের সঙ্গে সোহাগের হাতাহাতি শুরু হয়। চেঁচামেচি শুনে সোহাগের স্ত্রী ও মা এবং বাড়িমালিক আবুল বাশার এসে তাদের শান্ত করার চেষ্টা করেন।
ঝগড়া থামাতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার ধাক্কা লেগে পরে যান। আহত অবস্থায় তাকে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে আবুল বাশারকে খানপুর ৩০০ শষ্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঘর ভাড়া নিয়ে ঝগড়া হয়। ভাড়াটিয়ারা আবুল বাশারকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে নিলে আবুল বাশার মারা যান। আমরা ভাড়াটিয়াদের আটক করেছি। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে।”
ঢাকা/অনিক/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আটক অভ য গ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর মো. রিজভী হোসেন (৩) নামের এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ৮ আগস্ট) বেলা ১১ টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর ব্রীজের নিচ থেকে নদীতে ভাসমান অবস্থায় এ শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পিছনে বালুর মাঠে খেলা করতে গিয়ে মেঘনা নদীর শাখা মারীখালি নদীতে পড়ে নিখোঁজ হয়।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার (ডুবুরি) সার্ভিসের একটি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খুঁজে শিশুর সন্ধান পায়নি। নিহত রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি আরব প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে ঝাউচর নানার বাড়িতে মা মিমের সঙ্গে বেড়াতে এসে নিখোঁজ হয়।
এদিকে শিশুর মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়ার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে।
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত পানিতে অনেক খোঁজাখুজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ডুবুরি দল।
পরে গতকাল শুক্রবার সকালে নিজেরাই ইঞ্জিনচালিত নৌকাযোগে পুনরায় খোঁজতে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রীজের নিচে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে নিহতের লাশ তার নিজ বাড়িতে পাঠানো হয়।
বৈদ্যেরবাজার নৌ- ফাড়ি পুলিশের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি কেউ তাদের জানাননি। পানিতে ডুবে কেউ মারা গেলে অভিযোগ না থাকলে সামাজিকভাবে লাশ দাফন করতে পারবেন।
নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, তাদের টিম বৃহস্পতিবার রাতে তিন ঘন্টা চেষ্টার করে শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
ধারণা করা হচ্ছে, নদীর স্রােতে ভেসে যাওয়ার কারনে পাওয়া যায়নি।গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী শিশুটির মরদের উদ্ধার করেছেন।