বিশ্ববিদ্যালয়ের বাসে হেনস্তা করা হলে আইনি ব্যবস্থা নেবে জবি প্রশাসন
Published: 24th, June 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যানবাহনে যাতায়াতকারী বাসে নবীন ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এ ধরনের কাজে কেউ জড়িত প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। ফলে অনেক ছাত্র-ছাত্রী ক্লাসে মনোনিবেশ করতে পারছেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম র্যাগিংয়ের পর্যায়ে পড়ে, যা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ২৫টি বাস পরিদর্শন করে এসেছি। সতর্কবার্তা দিয়ে এসেছি, কেউ যাতে শিক্ষার্থীদের র্যাগিং না দেয়। বাসে কেউ যেন হয়রানির শিকার না হয়।’
তারেক বিন আতিক আরও বলেন, ‘সে লক্ষ্যে শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দু-এক দিনের মধ্যে আমরা একটা জরুরি বৈঠক করব। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বাসে র্যাগিং কার্যক্রম বন্ধ হোক। যদি এ ধরনের অভিযোগে কারও সংশ্লিষ্টতার প্রমাণ মেলে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এ ধরন র ব যবস থ য় র পর
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার