জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যানবাহনে যাতায়াতকারী বাসে নবীন ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এ ধরনের কাজে কেউ জড়িত প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। ফলে অনেক ছাত্র-ছাত্রী ক্লাসে মনোনিবেশ করতে পারছেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম র‍্যাগিংয়ের পর্যায়ে পড়ে, যা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ২৫টি বাস পরিদর্শন করে এসেছি। সতর্কবার্তা দিয়ে এসেছি, কেউ যাতে শিক্ষার্থীদের র‍্যাগিং না দেয়। বাসে কেউ যেন হয়রানির শিকার না হয়।’

তারেক বিন আতিক আরও বলেন, ‘সে লক্ষ্যে শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দু-এক দিনের মধ্যে আমরা একটা জরুরি বৈঠক করব। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বাসে র‍্যাগিং কার্যক্রম বন্ধ হোক। যদি এ ধরনের অভিযোগে কারও সংশ্লিষ্টতার প্রমাণ মেলে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এ ধরন র ব যবস থ য় র পর

এছাড়াও পড়ুন:

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা

১০ ডিসেম্বর  আন্তর্জাতিক  মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো  বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। 

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি  এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের  সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর  সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে  কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল) 

সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো  বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।

ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু,  সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান  প্রীতি, বাংলাদেশ  রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল  নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ  রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো  অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ