জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যানবাহনে যাতায়াতকারী বাসে নবীন ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এ ধরনের কাজে কেউ জড়িত প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। ফলে অনেক ছাত্র-ছাত্রী ক্লাসে মনোনিবেশ করতে পারছেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম র‍্যাগিংয়ের পর্যায়ে পড়ে, যা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ২৫টি বাস পরিদর্শন করে এসেছি। সতর্কবার্তা দিয়ে এসেছি, কেউ যাতে শিক্ষার্থীদের র‍্যাগিং না দেয়। বাসে কেউ যেন হয়রানির শিকার না হয়।’

তারেক বিন আতিক আরও বলেন, ‘সে লক্ষ্যে শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দু-এক দিনের মধ্যে আমরা একটা জরুরি বৈঠক করব। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বাসে র‍্যাগিং কার্যক্রম বন্ধ হোক। যদি এ ধরনের অভিযোগে কারও সংশ্লিষ্টতার প্রমাণ মেলে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এ ধরন র ব যবস থ য় র পর

এছাড়াও পড়ুন:

স্বপ্নের চরিত্রে প্রান্তর

‘আন্তঃনগর’, ‘৮৪০’ থেকে ‘জিম্মি’—একের পর এক সিরিজ ও সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তিদার। সিরিজের বাইরে চলচ্চিত্র ও টিভি নাটকেও দেখা গেছে তাঁকে। ক্যারিয়ারে মাত্র দুই বছরেই ক্রমেই পায়ের তলার মাটি শক্ত করছেন প্রান্তর; বৈচিত্র্যময় সব চরিত্রে মেলে ধরেছেন নিজেকে। তবে একটি চরিত্র করার স্বপ্ন ছিল তাঁর? কী সেই চরিত্র? গতকাল শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন, ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের স্বপ্ন ছিল তাঁর। স্বপ্নটা সত্যি হয়েছে। সরকারি অনুদানে নির্মিত জীবন আমার বোন সিনেমায় বীর মুক্তিযোদ্ধা ‘মুরাদ’–এর চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার।

প্রান্তর দস্তিদার

সম্পর্কিত নিবন্ধ