কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিলেন মামুন
Published: 26th, June 2025 GMT
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী। তিনি আজ বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন।
মামুন কুমিল্লার বরুড়া উপজেলার পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং আড্ডা কলেজের শিক্ষার্থী। তিনি বর্তমানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বন্দি রয়েছেন। তিনি ১৬ জুন থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।
কারাগারের জেলার আব্দুল্লাহিল আল আমিন জানান, আদালতের নির্দেশে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে কারাগারে তাকে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়েছে। তাকে বই সরবরাহ করা হয়েছে, যাতে প্রস্তুতি নিতে পারে। নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়। কারাগার প্রশাসন পরীক্ষার সময় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করেছে। তিনি আরো জানান, মামুন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আরো পড়ুন:
ইকসু গঠন ও আইন প্রণয়নের দাবি ইবির ২ ছাত্র সংগঠনের
পদ্মায় গোসলে নেমে ২ কলেজ ছাত্রের মৃত্যু
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে দেশে একযোগে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কুমিল্লা বোর্ডের আওতাধীন ছয় জেলার (কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া) ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ঢাকা/রুবেল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ য় অ শ ন
এছাড়াও পড়ুন:
যশোর শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৭২ শিক্ষার্থী
যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে, নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছেন এবং ফেল করা ৫৪ জন পাস করেছেন।
রবিবার (১৬ নভেম্বর) শিক্ষাবোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।
আরো পড়ুন:
বরিশালে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর-আগুন
আ.লীগের পক্ষে নিয়মিত পোস্ট দেওয়ায় ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন ও এফ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।
সেইসঙ্গে ৫৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। নতুন পাস করা ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে একজন, এ মাইনাস পেয়েছে চারজন, বি গ্রেড পেয়েছে ২৪ জন, সি গ্রেড পেয়েছে চারজন ও ডি গ্রেড পেয়েছে ২১ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন, এ মাইনাস পেয়েছে এ গ্রেড পেয়েছে ৪৬ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে তিনজন, বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২২ জন, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে একজন, সি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে দুইজন, সি গ্রেড থেকে বি গ্রেড থেকে পেয়েছে ১১ জন, ডি থেকে বি গ্রেড পেয়েছে একজন ও ডি থেকে সি গ্রেড পেয়েছে চারজন শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, “খাতা পুনঃনিরীক্ষণের জন্য যশোর শিক্ষাবোর্ডে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলেন। তার মধ্যে মাত্র ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। শুধু প্রাপ্ত নম্বর গণনা করা হয়েছে। নম্বর গণনায় যেসব শিক্ষার্থীদের ভুল হয়েছিল, তাদের সঠিক করে দেওয়া হয়েছে।”
ঢাকা/রিটন/মেহেদী