নিশ্চিত হতে কাফনের কাপড় পরিয়ে মৃত ব্যক্তির ইসিজি
Published: 26th, June 2025 GMT
নিশ্চিত হতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাফনের কাপড় পড়া অবস্থায় পেয়ারা বেগম (৪৩) নামে এক মৃত মহিলার ইসিজি পরীক্ষা করেছে তার পরিবার। তিনি মতলব উত্তর উপজেলার ভাটী রসুলপুর গ্রামের মনির হোসেন দেওয়ানের স্ত্রী।
বুধবার (২৫ জুন) বিকেলে এ ইসিজি পরীক্ষা করা হয়। এর আগে আনুমানিক সকাল ৯টায় নিজ বাড়িতে স্ট্রোক করে তার মৃত্যু হয়।
তবে কাফনের কাপড় পড়িয়ে মহিলাকে ইসিজি করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন:
পদ্মায় গোসলে নেমে ২ কলেজ ছাত্রের মৃত্যু
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মৃত পেয়ারা বেগমের স্বামী মনির হোসেন দেওয়ান ও এলাকাবাসী জানান, পেয়ারা বেগম বুধবার সকাল ৯টায় স্ট্রোক করে মারা যায়। দুপুর মরহুমার গোসল শেষ করে কাঁপনের কাপড় পড়িয়ে জানাযা পড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় এক মহিলা পেয়ারা বেগমের চোখের কোটা নড়তে দেখেছেন বলে জানান।
সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যদের জানানো হলে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অ্যাম্বুলেন্সযোগে কাফনের কাপড় পরানো অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান তারা। সেখানে ইসিজি পরীক্ষা করে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, পেয়ারা বেগম আর বেঁচে নেই।
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর ই আলম অভি বলেন, “ইসিজির রিপোর্ট মোতাবেক মহিলা অনেক আগেই মারা গেছেন।”
ঢাকা/অমরেশ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিল বিএনপি
চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ হিসেবে খ্যাত অসাধারণ প্রতিভাবান ক্ষুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক চাঁদপুরে এসে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ দিয়েছেন ৫ বছর বয়সী সোহানকে।
আমিনুল হক বলেছেন, “সোহানের দায়িত্ব এখন থেকে বিএনপি নিয়েছে। তারেক রহমানের নির্দেশেই তার দায়িত্ব নেওয়া হলো। সোহানের বয়স ৭ বছর হওয়ার পর বিকেএসপি কিংবা যেকোন ভালো মানের ফুটবল ক্লাবে তাকে ভর্তি করা হবে।”
আরো পড়ুন:
বিএনপি ভোটে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির
রাজশাহী নগর বিএনপির সম্মেলনে তারেক রহমান বক্তব্য দেবেন
তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার কল্যাণে সোহানের ফুটবল খেলার দক্ষতা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশেই আমি দলের হয়ে সোহানের বাড়িতে ছুটে এসেছি। কিছু আর্থিক সহায়তা সোহানের জন্য দলের পক্ষে দেওয়া হলো। এখন থেকে প্রতি মাসে সোহানের জন্য আর্থিক সহায়তা পাঠানো হবে।”
আমিনুল হক আরো বলেন, “শুধু সোহান নয়, এরকম গ্রাম-গ্রামান্তরে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে কাজ করার মানসিকতা আছে বিএনপির। যদি আগামীতে রাষ্ট্রক্ষমতায় বিএনপি আসে, তাহলে অবশ্যই এর সুফল এই ক্ষুদে খেলোয়াড়রা পাবে। আমরা আমাদের সাধ্যমতো সোহানদের পাশে সব সময় থাকব, এ আশ্বাস দিচ্ছি।”
২০১৯ সালের ২২ আগস্ট চাঁদপুরের মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাড়ে পাঁচ আনী গ্রামের প্রধানিয়া বাড়িতে মো. সোহেল প্রধান ও রেহেনা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় সোহান প্রধান। সে এখন কেজি ওয়ানে পড়ে।
মাত্র আড়াই বছর বয়সে দাদা মৃত শাহ আলম প্রধান একটি ফুটবল কিনে দেন সোহানকে। সেটা দিয়েই হয় তার ‘পায়ে খড়ি’। প্রতিদিন বাবার কাছে প্রশিক্ষণ নিচ্ছে সোহান।
মাত্র ছয় বছর বয়সে সোহানের ফুটবল খেলার স্কিল ও ড্রিবলিং দেখে অনেকেই অবাক হন। তার ড্রিবলিংয়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের।
সোহানের বাবা মো. সোহেল প্রধান বলেছেন, “আমি এই দেশে জন্ম নিয়ে সার্থক। আমার ছেলেকে আজকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তারেক রহমান ও আমিনুল হককে। আমাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, এটা কখনোই ভোলার নয়। সবার সহযোগিতা নিয়ে আমার ছেলে একদিন অনেক বড় ফুটবল খেলোয়াড় হবে।”
তিনি বলেন, “আমি ২৫ বছর ধরে সাইকেল মেকানিক হিসেবে কাজ করছি। এ আয় দিয়ে সংসার চালাচ্ছি। সোহানকে নিয়ে আমার অনেক স্বপ্ন। সে বড় হয়ে একজন ভালো মানের ফুটবল খেলোয়াড় এবং দেশের সম্পদ হবে। কিন্তু, আর্থিক সঙ্কটে আমি ঠিকমতো সোহানের যত্ন নিতে পারছি না। তাই, সবার কাছে সহযোগিতা চাই, যাতে সোহানকে নিয়ে দেখা স্বপ্ন পূরণ করতে পারি।”
শিশু সোহান বলে, “আমার বাবাই আমাকে ফুটবল খেলা শিখাচ্ছে। আমি নিয়মিত বাবার দোকানের সামনের রাস্তায় ও পাশের বালুর মাঠে ফুটবল খেলি। আমি যাতে একজন দক্ষ ফুটবল খেলোয়াড় হতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি।”
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেছেন, “সোহানের ফুটবল দক্ষতা সোশ্যাল মিডিয়ায় দেখে আমি অভিভূত। তার প্রতিভা যাতে কোনো সীমাবদ্ধতায় থেমে না যায়, সেজন্য তার ও তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থাকবে। তার জন্য কী করা যায়, সে বিষয়ে কাজ করব।”
ঢাকা/জয়/রফিক