না’গঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচছা
Published: 28th, June 2025 GMT
নারায়ণগঞ্জ প্রেসক্লাব (২০২৫-২০২৭) মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি'র নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেলের ১১জন প্রার্থীই নিরঙ্কুশ বিজয়ী লাভ করেন।
নব নির্বাচিত কমিটির সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম জীবন ও মাহফুজুর রহমানকে ২৮ জুন শনিবার বিকেলে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা উপহার প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এস,এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু।
শুভেচ্ছা প্রদান শেষে কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন ।
কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, আব্দুস সালাম ও প্রনব কৃষ্ণ রায় এদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কম ট র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।