পরিবেশ রক্ষা, নগর জীবনের সৌন্দর্য বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে।

মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ-এর সার্বিক তত্ত্বাবধানে ডিএনডি লেক পাড়, সিদ্ধিরগঞ্জ পুল এবং মিজমিজি এলাকায় ৮০০ (আটশত) মিটার দীর্ঘ লেকের দুই পাড়জুড়ে ৩০০ (তিনশত) বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।এছাড়াও জেলার ৩০ জন ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে ৩০ টি নিম ও অর্জুন গাছ বিতিরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানিজ ফারজানা শান্তা, জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ ।

এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণে অবদান রাখেনি, বরং জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার নান্দনিক উন্নয়নের দিকেও গুরুত্ব দিয়েছে। স্থানীয় জনগণ, আনসার-ভিডিপি সদস্য এবং সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিকে একটি সফল ও অংশগ্রহণমূলক উদ্যোগে পরিণত করেন।

সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব এবং জেলা কমান্ড্যান্ট মহোদয়ের গতিশীল পরিচালনায় এই কর্মসূচি ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গঠনের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ল দ শ আনস র ও ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী অটোরিকশাটি মদনপুর থেকে বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সেটি তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। তাদের পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাসের ধাক্কায় ৪ যাত্রী নিহতের ঘটনায় চালক রিমান্ডে 

আহত হয়েছেন—কুমিল্লার বাসিন্দা রাবেয়া (৬০), অটোরিকশার চালক আবুল বাশার (৪৫), এক অজ্ঞাতপরিচয় পুরুষ, এক অজ্ঞাতপরিচয় নারী এবং এক অজ্ঞাতপরিচয় শিশু।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেছেন, বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে, ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা 
  • ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
  • বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
  • নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
  • সিদ্ধিরগঞ্জে সওজ’র কলোনি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
  • আরাফাত রহমান কোকোর জম্মদিনে মহানগর বিএনপির দোয়া 
  • নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২