সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ
Published: 29th, June 2025 GMT
পরিবেশ রক্ষা, নগর জীবনের সৌন্দর্য বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে।
মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ-এর সার্বিক তত্ত্বাবধানে ডিএনডি লেক পাড়, সিদ্ধিরগঞ্জ পুল এবং মিজমিজি এলাকায় ৮০০ (আটশত) মিটার দীর্ঘ লেকের দুই পাড়জুড়ে ৩০০ (তিনশত) বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।এছাড়াও জেলার ৩০ জন ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে ৩০ টি নিম ও অর্জুন গাছ বিতিরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানিজ ফারজানা শান্তা, জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ ।
এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণে অবদান রাখেনি, বরং জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার নান্দনিক উন্নয়নের দিকেও গুরুত্ব দিয়েছে। স্থানীয় জনগণ, আনসার-ভিডিপি সদস্য এবং সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিকে একটি সফল ও অংশগ্রহণমূলক উদ্যোগে পরিণত করেন।
সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব এবং জেলা কমান্ড্যান্ট মহোদয়ের গতিশীল পরিচালনায় এই কর্মসূচি ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গঠনের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ল দ শ আনস র ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।