মুরাদনগরের ঘটনায় দায়ীদের বিচার দাবি যুব মৈত্রীর
Published: 30th, June 2025 GMT
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছে বাংলাদেশ যুব মৈত্রী। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনটির দপ্তর সম্পাদক মাহাবুদ রানা তরুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কুমিল্লার মুরাদনগরে যা ঘটেছে, তা শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়- এটি একটি রাষ্ট্রীয় ব্যর্থতার জ্বলন্ত দলিল। এক সংখ্যালঘু নারীর ওপর নৃশংস ধর্ষণ, তারপর তাকে বিবস্ত্র করে তার ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের বিবেককে আরেকবার স্তব্ধ করে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটি মুরাদনগরে সংগঠিত ধর্ষণ ও বিবস্ত্র করে ছবি তুলে ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানায়। সাথে সাথে ধর্ষক ফজর আলীসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
ধর্ম-বর্ণ-জাত-পেশা নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়ে একদিন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল, আজ সেই স্বপ্নই যেন ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। কোনো পাহারা নেই, কোনো শান্তির ভয় নেই, শুধু একের পর এক নারীদেহ লাঞ্ছিত হচ্ছে-কখনো পাহাড়ে, কখনো সমতলে, কখনো শহরে আবার কখনো গ্রামে, উল্লেখ করা হয় বিবৃতিতে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জের নতুন বাজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদক সেবীদের আস্তানা
মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় এবার সরাসরি মাঠে নামল সিদ্ধিরগঞ্জের নতুন বাজার সামাজিক সংগঠন।
শনিবার (১৫ নভেম্বর) সকালে ১১টায় সংগঠনটি এক ব্যতিক্রমী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আদমজীনগর সোনামিয়া বাজা’র এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।
সংগঠনের সদস্যরা নতুন বাজার এলাকার মাদক সেবীদের আস্তানায় মহড়া দেন এবং যেখানে বসে মাদক সেবন করা হয়, সেই স্থানগুলো ভেঙে গুঁড়িয়ে দেন। পরবর্তীতে তারা আশেপাশের স্থানীয় বাসিন্দাদের প্রতি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জোর আহ্বান জানান।
এ সময় সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, আজ আমাদের সমাজে মাদক রন্ধ্রে রন্ধ্রে সয়লাব। দিন দিন যুবসমাজের মধ্যে এ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের ভবিষ্যতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজকেও শেষ করে দেয়। আমাদের এই অভিযান মাদকমুক্ত সমাজ গড়ার প্রথম পদক্ষেপ। নতুন বাজার সামাজিক সংগঠন কোনোমতেই এই এলাকায় মাদক সেবন বা ব্যবসা চলতে দেবে না।
সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে হবে। আমরা স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করি।
এসময় মাদকবিরোধী এই অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের, উপদেষ্টা মোঃ সেলিম, আবুল হাশেম মন্টু, মাইন উদ্দিন আহমেদ, সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ, সদস্য মোঃ আজিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সদস্যরা দৃঢ়তার সাথে জানান, মাদকের এই ভয়াবহতা রোধে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।