মুরাদনগরের ঘটনায় দায়ীদের বিচার দাবি যুব মৈত্রীর
Published: 30th, June 2025 GMT
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছে বাংলাদেশ যুব মৈত্রী। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনটির দপ্তর সম্পাদক মাহাবুদ রানা তরুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কুমিল্লার মুরাদনগরে যা ঘটেছে, তা শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়- এটি একটি রাষ্ট্রীয় ব্যর্থতার জ্বলন্ত দলিল। এক সংখ্যালঘু নারীর ওপর নৃশংস ধর্ষণ, তারপর তাকে বিবস্ত্র করে তার ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের বিবেককে আরেকবার স্তব্ধ করে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটি মুরাদনগরে সংগঠিত ধর্ষণ ও বিবস্ত্র করে ছবি তুলে ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানায়। সাথে সাথে ধর্ষক ফজর আলীসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
ধর্ম-বর্ণ-জাত-পেশা নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়ে একদিন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল, আজ সেই স্বপ্নই যেন ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। কোনো পাহারা নেই, কোনো শান্তির ভয় নেই, শুধু একের পর এক নারীদেহ লাঞ্ছিত হচ্ছে-কখনো পাহাড়ে, কখনো সমতলে, কখনো শহরে আবার কখনো গ্রামে, উল্লেখ করা হয় বিবৃতিতে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার
খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র–জনতা’। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি।
সংগঠনটি জানান, খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।
প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করবে সংগঠনটি।
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র–জনতা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছিল স্থানীয় একটি পক্ষ। এ সময় গুলিতে তিন পাহাড়ির মৃত্যু হয়।