মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় এবার সরাসরি মাঠে নামল সিদ্ধিরগঞ্জের নতুন বাজার সামাজিক সংগঠন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ১১টায় সংগঠনটি এক ব্যতিক্রমী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আদমজীনগর সোনামিয়া বাজা’র এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

সংগঠনের সদস্যরা নতুন বাজার এলাকার মাদক সেবীদের আস্তানায় মহড়া দেন এবং যেখানে বসে মাদক সেবন করা হয়, সেই স্থানগুলো ভেঙে গুঁড়িয়ে দেন। পরবর্তীতে তারা আশেপাশের স্থানীয় বাসিন্দাদের প্রতি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জোর আহ্বান জানান।

এ সময় সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, আজ আমাদের সমাজে মাদক রন্ধ্রে রন্ধ্রে সয়লাব। দিন দিন যুবসমাজের মধ্যে এ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের ভবিষ্যতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজকেও শেষ করে দেয়। আমাদের এই অভিযান মাদকমুক্ত সমাজ গড়ার প্রথম পদক্ষেপ। নতুন বাজার সামাজিক সংগঠন কোনোমতেই এই এলাকায় মাদক সেবন বা ব্যবসা চলতে দেবে না।

সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে হবে। আমরা স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করি।

এসময় মাদকবিরোধী এই অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের, উপদেষ্টা মোঃ সেলিম, আবুল হাশেম মন্টু, মাইন উদ্দিন আহমেদ, সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ, সদস্য মোঃ আজিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সদস্যরা দৃঢ়তার সাথে জানান, মাদকের এই ভয়াবহতা রোধে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ নত ন ব জ র স গঠন র সদস য

এছাড়াও পড়ুন:

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের আজো পুনর্বাসন হয়নি, ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রানা প্লাজা দুর্ঘটনার ১২ বছর পেরিয়ে গেছে, এখনো পুনর্বাসন করা হয়নি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের-এমন অভিযোগ তুলেছেন রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশন।

তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের নামে দেশে-বিদেশে তিনটি সংস্থা ও কয়েকটি বিদেশি এনজিও প্রায় ৩৫ কোটি টাকা অনুদান তুললেও তা শ্রমিক ও তাদের পরিবারের কাছে পৌঁছায়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

আরো পড়ুন:

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না: জাকসুর জিএস

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ছাড়াও রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের ক্ষতিগ্রস্তদের পক্ষে গ্লোবাল প্রেস অফিসের লন্ডনে বসবাসকারি ইয়াসমিন এ চৌধুরী এবং বাংলাদেশে বসবাসকারি ব্যারিস্টার এমডি জাকারিয়া উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশন দেশে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা যৌথভাবে আন্তর্জাতিক বিচার আদালতেও (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন যুক্তরাজ্যের নাগরিক ইয়াসমিন এ চৌধুরী হ্যাপি, যিনি আগামী ২০২৮ সালে লন্ডন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ ও বিদেশের আইনজীবীরা এই মামলায় একসঙ্গে কাজ করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে মামলার সমন্বয়ক ব্যারিস্টার এমডি জাকারিয়া বলেন, “রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের ভিকটিমরা এখন এক হয়েছে। তাদের নাম ব্যবহার করে দেশে-বিদেশে কিছু ব্যক্তি ও সংস্থা প্রায় ৩৫ কোটি টাকা তুলেছে, যা তাদের হাতে পৌঁছায়নি। বিষয়টি জানার পর ভিকটিমরা সিদ্ধান্ত নিয়েছে আইনগত ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে আর কেউ তাদের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করতে না পারে।”

তিনি আরো বলেন, “আমাদের উদ্দেশ্য কারো বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান নেওয়া নয়, বরং যারা শ্রমিকদের নামে অনুদান নিয়ে আত্মসাৎ করেছে তাদের জবাবদিহির আওতায় আনা।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসছে ২৪ নভেম্বর ২০২৫ তাজরীন ফ্যাশন দুর্ঘটনার ১৩ বছর পূর্তিতে দিবসটি পালনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার আমাদের পুনর্বাসন, চিকিৎসা ও ক্ষতিপূরণের বিষয়ে উদ্যোগ নেবে। কারণ, এখনো অনেক শ্রমিক আহত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

 

ঢাকা/নাজমুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের আজো পুনর্বাসন হয়নি, ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ