অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত সংস্কার সময় সাপেক্ষ, এটা আমরা করতে পারব না। এটা নির্বাচিত সরকার এসে করবে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের টাকা-পয়সা নিয়ে বিদেশে চলে গেছে অনেকে। এ রকম ঘটনা পৃথিবীর কোনো দেশে ঘটে নাই। কিছুদিন আগে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়।

বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে ইসলামী ব্যাংক বড় একটা উদাহরণ। প্রাইভেট সেক্টরের বড় এই ব্যাংকে কিন্তু এখন আস্থা ফিরে এসেছে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একটা আইন হয়েছে, ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট। এই আইনের প্রথম শর্তটা হলো- যারা টাকা-পয়সা জমা দিয়েছে ব্যাংকে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা মার যাবে না, হয়তো সময় লাগতে পারে। কোনো কোনো ব্যাংকের হয়তো ব্যবসা নাই, সেগুলো হয়তো সময় লাগবে। এগুলোর হিসাব করা হচ্ছে এবং আমরা কারিগরি সহায়তা নিচ্ছি, কীভাবে মূল্যায়ন করতে হয়।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সঞ্চয়পত্রের সুদের হার ঠিক আছে, যদি তা আরও বাড়ানো হয়, তবে ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে। সঞ্চয়পত্রের হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, কেউ ব্যাংকে টাকা রাখবে না।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোতে লিকুইডিটির একটা ব্যাপার আছে। আমাদের তো ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র কিনলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে? 

সালেহউদ্দিন আহমেদ বলেন, নবীনগর টু বাঞ্ছারামপুর ও আড়াইহাজার সড়কের কাজ একনেকে অনুমোদন হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। নবীবগর টু আশুগঞ্জ সড়ক নির্মাণ ও নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের সংস্কার কাজ প্রক্রিয়াধীন।  

উপদেষ্টা আরও বলেন, নবীনগরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মো.

দিদারুল আলম সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনছুর, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য় উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

রাতে আয়নায় তাকাতেই চমকে গেলাম...

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। প্রতিদিনের দিনযাপন থেকে ঘোরাঘুরি নানা কিছু শেয়ার করেন ফেসবুকে। তবে এবার ভক্ত–অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়ে নিজের কিছু ব্যক্তিগত অনুভূতি।
গতকাল রাতে নিজের এলোমেলা চুলের ছবি দিয়ে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘শুটিং শেষ করে আজ রাতে বাড়ি ফিরে আয়নায় তাকাতেই চমকে গেলাম। চুলগুলো এমন খসখসে আর কোঁকড়ানো হয়ে গেছে! নিজের এই নতুন লুকটা চোখে লেগে রইল। ভাবলাম—কখনো চুল মসৃণ, সোজা, রেশমি হয়; কখনো আবার এমন কোঁকড়ানো। প্রতিটা হেয়ারস্টাইলেই আমি একেবারে আলাদা দেখাই।’

সুনেরাহ বিনতে কামাল

সম্পর্কিত নিবন্ধ