এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার। বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না। নিজ নিজ শিক্ষা বোর্ড তাদের ফল প্রকাশ করবে।

আজ বুধবার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ হচ্ছে। অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।

এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে। আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না।

আরও পড়ুনএসএসসিতে অনুপস্থিতির বড় কারণ বাল্যবিবাহ ১৬ জুন ২০২৫

ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এ জন্য আবেদন নেওয়া হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

গত ১০ এপ্রিল এ বছরেরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল গত ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখের বেশি।

আরও পড়ুনএসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী কম, অনুপস্থিতিও বেশি, কারণ কী ১৭ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ফল ফল

এছাড়াও পড়ুন:

ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন

করপোরেট জগতের বড় ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। দেশের নামকরা করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাঠের দ্বৈরথে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ওয়ালটন করপোরেট ফুটবল টিমের সদস্যগণ। গত কয়েকদিন ধরে মিরপুরের দ্য বাবলস, বসুন্ধরার দি স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যুতে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়ালটনের চৌকস করপোরেট ফুটবল টিম।

উল্লেখ্য, আগামি ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’। বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে সেভেন-এ সাইড ফরম‌্যাটে দেশের শীর্ষ সব করপোরেট হাউজে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য রয়েছে লক্ষ লক্ষ টাকার প্রাইজমানি সহ বিভিন্ন পুরস্কার। এর আয়োজন করছে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন জনপ্রিয় ধারাভাষ্যকর কুমার কল্যাণ।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা 

৬ গোলের ম্যাচে স্ত্রাসবুর্গের সঙ্গে পিএসজির ড্র

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের ক্যাপ্টেন রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। শুরু থেকে দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের এমপ্লয়ীদের নিয়ে গঠিত করপোরেট টিম ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে দারুণ সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এ অংশ নিচ্ছি আমরা।

তিনি আরো বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করে। কর্মক্ষেত্রে পারফরমেন্স আরো বাড়িয়ে দেয়। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণ তাই করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত এমপ্লয়ীদের জন্য দারুণ সুযোগ ও সম্মানের। করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে খানিকটা বিরতি নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের প্রতিটি সদস্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। আশা করছি খুব সুন্দর ও উপভোগ্য একটি ফুটবল টুর্নামেন্ট হবে।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে আছেন আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, নূর-ই আজিম সিদ্দিকী, সফিকুল ইসলাম এবং ইউনুস আলী।

ঢাকা/অগাস্টিন/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার যুগল ৫ দিনের রিমান্ডে
  • নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন কমিশনের সুপারিশ
  • রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সম্ভাব্য তারিখ ২০ নভেম্বর
  • ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
  • বিমান বাংলাদেশে চাকরি, ২৭ পদে আবেদন শেষ ২২ অক্টোবর
  • এসএসসি পরীক্ষা ২০২৬: অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, পরীক্ষা কোন সিলেবাসে
  • প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন শেষ ২৫ নভেম্বর
  • এসএসসির পর একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা–মেয়ে, ফলে এগিয়ে বাবা
  • উপজেলায় এইচএসসিতে একমাত্র জিপিএ-৫ পেলেন অনুরাগ
  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর, প্রবেশপত্রের তারিখ ঘোষণা