পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-গুলি, আহত ২০
Published: 9th, July 2025 GMT
পাবনার সুজানগরে মুঠোফোনে ছেলে-মেয়ের কথা বলা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আবদুর রউফ (৫০), চর সুজানগর গ্রামের সুজন আলী (৩৫), শেখ মনজেদ আলী (৩০), আবদুর রহমান (৪৫), রিয়াজ খান (২৫), টিক্কা খান (৬০), চর ভবানীপুরের ইয়াকুব আলী (৫৬), আলহাজ হোসেন (৪০), সবুজ খাঁ (৩০), মাস্টারপাড়ার শাকিল খাঁ (২৫), যুবদল কর্মী মানিক খাঁ (৩৫), পাবনা সদরের চরতারাপুরের কাচারিপাড়া গ্রামের তুষার হোসেন (৪০), আসলাম হোসেন (৪৫) ও মনজিল হোসেন (৩০)। অন্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার ফোনে এক নারীর সঙ্গে কথা বলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী ও উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুর রউফ শেখের ভাতিজা ছাত্রদল নেতা কাউছার হোসেন। এ নিয়েই বিরোধের শুরু। কাউছার বিষয়টি মীমাংসার জন্য ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে যান। সেখানে তাঁদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় সবুজ নামের আরেক ছাত্রদল নেতা বাধা দিতে গেলে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। পরে বিষয়টি অভিভাবক ও বিএনপি নেতাদের জানালে তাঁরা দলবদ্ধভাবে এসে কাউছারদের ওপর হামলা করেন। এ সময় আবদুর রউফ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থামাতে গেলে তাঁকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। ঘটনার সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে পাবনা জেনারেল হাসপাতাল এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বিএনপি নেতা আবদুর রউফ শেখ ও মজিবর খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক ইমাম খান প্রথম আলোকে বলেন, ‘এটা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নয়। ব্যক্তিগত বিরোধ। আমরা বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। আজকের এই ঘটনা তাঁদের কাছে এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কেউ থানায় অভিযোগ করেনি। পুলিশ বিষয়টির তদন্ত করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ র রউফ স জ নগর ব এনপ র ব ষয়ট উপজ ল
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।