বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
Published: 13th, July 2025 GMT
রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। রোববার সকাল ১০টার দিকে চালকেরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না।
যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়। তীব্র রোদে সড়কের মধ্যে স্থবির থাকার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। লামিয়া আক্তার নামে এক শিক্ষার্থী সমকালকে বলেন, ‘ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরতে পারছি না। তীব্র রোদ আর যানজটে খুবই অস্বস্তি হচ্ছে। এত যানজট যে হেঁটেও যেতে পারছি না বাসায়।’
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বন ন সড়ক অবর ধ য নজট সড়ক অবর ধ র য নজট স এনজ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।