বন্দরে ৩০ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩
Published: 22nd, July 2025 GMT
বন্দরে ৩০ কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত রোববার (২০ জুলাই) দুপুর ২টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল বন্দরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে চট চেকপোস্ট স্থাপন করে পিকআপ তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বরিশাল জেলার কাজিরহাট উপজেলার গদিকাটা এলাকার মো.
এ ব্যাপারে সোমবার (২১ জুলাই) সকালে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ২১(০৭)২১ইং। গ্রেপ্তারকৃতদের সোমবার (২১ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রোববার দুপুরে আদমজীনগর ক্যাম্পের র্যাব-১১ সিপিএসপি'র সিনিয়র অফিসার আমিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বন্দর মদনপুরস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে টহল ডিউটি চলাকালীন সময়ে দুপুর সাড়ে ১২টার সময় মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র একটি পিকআপ গাড়ী নিয়ে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে এবং একজন ব্যাক্তি মোটর সাইকেল যোগে উক্ত গাড়িটিকে গাইড করছিল।
এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব মদনপুর বাসষ্ট্যান্ড রাফি ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে সন্দেহজনক মোটর সাইকেল ও পিকআপ গাড়িটি থামিয়ে তল্লাশী করে মাদক কারবারি মোটর সাইকেল চালক,পিকআপ গাড়ির চালক ও হেলপারসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মদনপ র প কআপ
এছাড়াও পড়ুন:
“উচ্চশিক্ষা স্বপ্ন নয়, বাস্তবতার পথ” নারায়ণগঞ্জে অনুপ্রেরণামূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষা আর কেবল ধনী পরিবারের সন্তানদের স্বপ্ন নয় এখন এটি সম্ভব পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে। এমন অনুপ্রেরণামূলক বার্তা নিয়েই নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “Higher Education, Possibilities and Dream” শীর্ষক শিক্ষা সেমিনার।
বৃস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে IELTS World ও Smart World Consultancy।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাব ইউকে-এর সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ডেইলি নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক মনির মুন্না।
এ ছাড়া জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন অনুষ্ঠানে।
সেমিনারে বক্তারা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া, ভিসা প্রস্তুতি, শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি ইংরেজি দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন ও মানসিক প্রস্তুতি নিয়েও পরামর্শ দেন তাঁরা।
প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন,“আজকের তরুণরাই আগামী দিনের বিশ্বনেতা। তোমাদের চোখে আমি দেখি স্বপ্নের আগুন, সেই আগুনই একদিন আলোকিত করবে বাংলাদেশকে। উচ্চশিক্ষা শুধু নিজের উন্নতির জন্য নয়, এটি দেশের উন্নয়নেও এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”
প্রধান বক্তা ড. আতাউর রহমান বলেন,“আজকের বিশ্বে উচ্চশিক্ষা কেবল একটি সনদ নয়, এটি মানসিক ও পেশাগত পরিপূর্ণতার প্রতীক। বিদেশে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু জ্ঞানই অর্জন করে না, বরং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের গুণাবলি এবং সংস্কৃতির প্রতি সহনশীলতাও অর্জন করে। বাংলাদেশি শিক্ষার্থীরা এখন বিশ্বের যেকোনো প্রান্তে নিজেদের মেধা ও যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার সামর্থ্য রাখে।”
তিনি আরও বলেন,“বড় স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্ন পূরণে ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বিদেশে পড়াশোনা কেবল তোমার জীবনের পথ নয়, এটি তোমার দেশের জন্যও এক নতুন অধ্যায়ের সূচনা।”
IELTS World ও Smart World Consultancy–এর প্রতিনিধিরা বলেন,“এই সেমিনারের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে থাকা ভয় ও দ্বিধা দূর করা। বিদেশে পড়াশোনা কেবল সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, এটি জীবনের নতুন দিগন্ত উন্মোচনের সাহস।”
অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন,“বিদেশে পড়াশোনা নিয়ে আগে ভয় লাগত, আজ বুঝেছি সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস থাকলে আমরাও পারব।”
অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তাঁদের মতে, “এমন সেমিনার শিক্ষার্থীদের বাস্তব তথ্য জানার সুযোগ দেয়, নতুন উদ্যমে লক্ষ্য স্থির করতে সহায়তা করে।”
অনুষ্ঠানের শেষে আয়োজক প্রতিষ্ঠান IELTS World ও Smart World Consultancy অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেয়।
নারায়ণগঞ্জের তরুণ প্রজন্মের মধ্যে এ সেমিনার সৃষ্টি করেছে নতুন উদ্দীপনা ও আশা। আয়োজনটি যেন প্রমাণ করেছে উচ্চশিক্ষা আর কল্পনা নয়, এটি দৃঢ় প্রত্যয় ও পরিশ্রমের বাস্তব পথ।