বন্দরে  ৩০ কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার  করেছে র‌্যাব-১১।  গত রোববার (২০ জুলাই) দুপুর ২টায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বন্দরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে চট চেকপোস্ট স্থাপন করে পিকআপ তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো  বরিশাল জেলার কাজিরহাট উপজেলার গদিকাটা এলাকার মো.

ইমরান (২৩),  বাগেরহাট জেলার কচুয়া থানার মঘিয়া গ্রামের আলমগীর (২৫) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার শাহ দৌলতপুর এলাকার বাসিন্দা মাসুম (২৮)। ইমরান পিকআপের চালক, আলমগীর হেলপার এবং মাসুম মোটরসাইকেল চালক।

এ ব্যাপারে সোমবার (২১ জুলাই) সকালে বন্দর থানায়  মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ২১(০৭)২১ইং। গ্রেপ্তারকৃতদের সোমবার (২১ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রোববার  দুপুরে আদমজীনগর ক্যাম্পের র‌্যাব-১১ সিপিএসপি'র সিনিয়র অফিসার আমিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বন্দর মদনপুরস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে টহল ডিউটি চলাকালীন সময়ে  দুপুর সাড়ে ১২টার সময় মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র একটি পিকআপ গাড়ী নিয়ে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে এবং একজন ব্যাক্তি মোটর সাইকেল যোগে উক্ত গাড়িটিকে গাইড করছিল।

এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব মদনপুর বাসষ্ট্যান্ড রাফি ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে সন্দেহজনক মোটর সাইকেল ও পিকআপ গাড়িটি থামিয়ে তল্লাশী করে  মাদক কারবারি মোটর সাইকেল চালক,পিকআপ গাড়ির চালক ও হেলপারসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মদনপ র প কআপ

এছাড়াও পড়ুন:

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক,  সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। 

সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষের প্রয়োজনে না এলে সেই সংস্কার কাজে আসবে না: মির্জা ফখরুল
  • পুলিশ পরিচয়ে পাবনা থেকে তুলে এনে ফতুল্লায় আটকে রেখে নির্যাতন 
  • জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি