মেয়ের কফিনে চুমু দিয়ে শেষবিদায় দিলেন বাবা
Published: 22nd, July 2025 GMT
বাবার কপালে চুমু দিয়ে প্রতিদিন ক্লাসে যেত মেহেনাজ আফরি হুমায়রা (৯)। আর কখনো বাবার হাত ধরে স্কুলে যাবে না সে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে মেহেনাজ। মেয়েকে চিরবিদায় দেওয়ার আগে কফিনে বারবার চুমু খাচ্ছিলেন বাবা দেলোয়ার হোসাইন।
মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া মেহেনাজের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে এমন হৃদয়বিদারক দৃশ্য। মেহেনাজ মাইলস্টোন স্কুল শাখার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। বাবা দেলোয়ার হোসাইন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তবে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনি ও তাঁর স্ত্রী সুমি আক্তার প্রাণে বেঁচে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মেহেনাজের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলের দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বাবা দেলোয়ার হোসাইন মেয়ের লাশ শনাক্ত করেন। এরপর মেহেনাজের মৃত্যুর খবরটি বিকেলেই এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সন্ধ্যার পর থেকেই গ্রামের বাড়িতে ভিড় করেন। রাত দুইটার দিকে অ্যাম্বুলেন্সে লাশ গ্রামের বাড়িতে আসে। এ সময় স্বজনদের আহাজারিতে রাতের আকাশ ভারী হয়ে ওঠে। সবার প্রিয় মেহেনাজের মৃত্যু যেন এলাকাবাসী মেনে নিতে পারছেন না।
উপজেলার হতেয়া গ্রামের আবদুল বাছেদের ছেলে দেলোয়ার হোসাইন ১৫ বছর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক পদে যোগ দেন। ১১ বছর আগে টাঙ্গাইলের মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন। তাঁদের একমাত্র মেয়ে মেহেনাজ আফরি হুমায়রা বাবার স্কুলেই তৃতীয় শ্রেণিতে পড়ত।
দেলোয়ার হোসাইন বলেন, ‘মেহেনাজের ছুটি হয়েছিল। তাকে বলেছিলাম, অপেক্ষা করো, তোমার মা নিতে আসবে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, আমার স্ত্রী (সুমি) শ্রেণিকক্ষের কাছে যাওয়ার আগেই ওর সামনে দিয়ে বিমানটি আমার মেয়ের শ্রেণিকক্ষের ভেতর ঢুকে পড়ে। সব ঘটনা আমার স্ত্রীর চোখের সামনেই ঘটেছে। তাঁকে কীভাবে সান্ত্বনা দেব।’ তিনি সরকারের কাছে প্রশ্ন করেন, কোটি লোকের বাসস্থান ঢাকা শহরের ভেতরে কেনো বিমানের প্রশিক্ষণ হয়?
গত কোরবানির ঈদের ছুটিতে মেহেনাজ তার মা–বাবার সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিলেন। দাদা-দাদির সঙ্গে বেশির ভাগ সময় কাটিয়েছে। নাতনির সেই স্মৃতি ভুলতে পারছেন না দাদা আবদুল বাছেদ। দাদার আর্তনাদে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি শুধু বলছেন, ‘আমার দাদু আর কোনো দিন আসবে না। আর আমাকে দাদু বলে ডাকবে না!’
আজ সকাল ৯টায় হতেয়া গাবলের বাজারে মেহেনাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন‘মেয়েকে ছাড়া কীভাবে স্যার বাঁচবেন, কীভাবে এই শোক সহ্য করবেন?’৮ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ইলস ট ন স ক ল র হ স ইন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।