‘মহিমান্বিত তিনি, যাঁর হাতে সর্বময় কর্তৃত্ব; তিনি সব বিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য—কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন সপ্ত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে।’ (সুরা মুলক, আয়াত: ১-৪)

নবীজি (সা.

) বলেছেন, ‘শিগগিরই তোমরা জান্নাতিদের জাহান্নামিদের থেকে পৃথকভাবে চিনতে পারবে।’ সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল (সা.)! কীভাবে চিনব?’ তিনি বললেন, ‘ভালো প্রশংসা ও মন্দ প্রশংসার মাধ্যমে। তোমরা পৃথিবীতে একে অন্যের বিরুদ্ধে আল্লাহর সাক্ষী হবে।’ (ইবনে মাজাহ: ৩৪১৯)

একটি জানাজার পাশ দিয়ে যাওয়ার সময় লোকজন সেই মৃত ব্যক্তির উত্তম প্রশংসা করল। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘অবধারিত হয়েছে।’ এরপর আরেকটি জানাজার পাশে গেলে লোকজন তার নিন্দা করল। তখন তিনি আবার বললেন, ‘অবধারিত হয়েছে।’ হজরত উমর (রা.) জিজ্ঞেস করলেন, ‘কী অবধারিত হয়েছে?’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘যার প্রশংসা করা হয়েছে, তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। আর যার বদনাম করা হয়েছে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী।’ (বুখারি: ১৩৬৭)

জাহান্নামিদের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ‘যারা কুফরি করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী; সেখানে তারা চিরকাল থাকবে।’ (সুরা বাকারা, আয়াত: ৩৯) ‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তার শাস্তি জাহান্নাম, সেখানে সে অনন্তকাল থাকবে।’ (সুরা নিসা, আয়াত: ৯৩) ‘যারা সুদ খায়, তারা জাহান্নামি; সেখানে তারা চিরকাল থাকবে।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৫) রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সুদগ্রহীতা, সুদদাতা, সুদের সাক্ষী এবং সুদের লেখক—এদের সবাই জাহান্নামি।’ (বুখারি ও মুসলিম) ‘ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়েই জাহান্নামি।’ (তাবরানি: ২০২৬, দায়লামি: ৩৩১৪)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘যারা পরকালকে অবিশ্বাস করে, এতিমকে নির্যাতন করে, মিসকিনের প্রতি সদয় হয় না, নামাজে অলসতা করে, লোকদেখানোর জন্য সৎকাজ করে এবং সামান্য উপকার করতেও কার্পণ্য করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।’ (সুরা মাউন, আয়াত: ১-৭) 

‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না, নিঃসন্দেহে তা অশ্লীলতা ও জঘন্য পথ।’ (সুরা ইসরা, আয়াত: ৩২) ‘যারা পাপকর্ম করে এবং যাদের পাপরাশি তাদের ঘিরে ফেলে, তারাই জাহান্নামের বাসিন্দা; সেখানে তারা চিরকাল থাকবে।’ (সুরা বাকারা, আয়াত: ৮১) 

‘যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আশ্রয়।’ (সুরা নাজিয়াত, আয়াত: ৩৭-৩৯) ‘ধ্বংস তাদের জন্য, যারা মানুষের সম্মুখ ও পশ্চাতে নিন্দা করে এবং সম্পদ জমা করে ও তা বারবার গণনা করে। সে মনে করে, এই সম্পদ তাকে অমর করে রাখবে। কখনো না! অবশ্যই সে হুতামা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।’ (সুরা হুমাজাহ, আয়াত: ১-৪) 

রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি বৈধ উপায়ে উপার্জন না করে হারাম পথে চলে, সে ব্যক্তি জাহান্নামি; যে প্রতারক ছোট বিষয়েও লোভ করে, সে ব্যক্তি জাহান্নামি; যে ব্যক্তি সম্পদ ও পরিবারের ব্যাপারে তোমার সঙ্গে প্রতিদিন প্রতারণা করে, সে ব্যক্তি জাহান্নামি; এ ছাড়া যে ব্যক্তি কৃপণ; যে ব্যক্তি মিথ্যা বলে ও গালিগালাজ করে; তারা জাহান্নামি। (মুসলিম: ২৮৬৫, ৭০৯৯) 

‘প্রত্যেক অবাধ্য, মূর্খ ও অহংকারী ব্যক্তি জাহান্নামে যাবে।’ (বুখারি ও মুসলিম) ‘জাহান্নামি মানুষের পরিচয় হলো তারা রূঢ় স্বভাবের ও অহংকারী।’ (বুখারি: ৪৯১৮)

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী

যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম

[email protected]

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য আল ল হ বলল ন

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ