টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারি একটি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যের এ কমিটি গঠন করেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) মোহাম্মদ আলী। অন্য সদস্যরা হলেন হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) রাজীব কর্মকার, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা লিটন চন্দ সাহা, স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) মো.

বাবুল আক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান।

এর আগে গত শুক্রবার দুপুরে ‘মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর তাসরিফা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়। তাসরিফা দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে। সে উপজেলার লাউহাটী আলিম মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

তাসরিফার স্বজনেরা জানান, মেয়ের টনসিলের সমস্যা নিয়ে শুক্রবার সকালে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আসেন পারভেজ মিয়া। সেখানে পরীক্ষার পর চিকিৎসক দুপুরের পর মেয়েটির গলায় অস্ত্রোপচারের কথা জানান। বেলা পৌনে দুইটার দিকে শিশুটির অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচার কক্ষ থেকে বিছানায় আনার কিছুক্ষণ পর সে অচেতন হয়ে পড়ে। শিশুটির স্বজনেরা এ সময় কর্তব্যরত নার্সদের বারবার ডাকলেও তাঁরা গুরুত্ব দেননি বলে অভিযোগ। একপর্যায়ে শিশুটিকে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শিশুটি মারা গেছে বলে সেখান থেকে জানানো হয়।

শুক্রবার চিকিৎসক মো. মাসুম বিল্লাহ অস্ত্রোপচার সফল হয়েছে দাবি করে বলেছিলেন, জ্ঞান ফেরার পর তিনি শিশুটির সঙ্গে কথাও বলেছেন।

তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম বলে, তদন্ত কমিটির বিষয়ে তাঁরা কিছু জানেন না।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র র পর উপজ ল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ