টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারি একটি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যের এ কমিটি গঠন করেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) মোহাম্মদ আলী। অন্য সদস্যরা হলেন হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) রাজীব কর্মকার, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা লিটন চন্দ সাহা, স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) মো.

বাবুল আক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান।

এর আগে গত শুক্রবার দুপুরে ‘মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর তাসরিফা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়। তাসরিফা দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে। সে উপজেলার লাউহাটী আলিম মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

তাসরিফার স্বজনেরা জানান, মেয়ের টনসিলের সমস্যা নিয়ে শুক্রবার সকালে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আসেন পারভেজ মিয়া। সেখানে পরীক্ষার পর চিকিৎসক দুপুরের পর মেয়েটির গলায় অস্ত্রোপচারের কথা জানান। বেলা পৌনে দুইটার দিকে শিশুটির অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচার কক্ষ থেকে বিছানায় আনার কিছুক্ষণ পর সে অচেতন হয়ে পড়ে। শিশুটির স্বজনেরা এ সময় কর্তব্যরত নার্সদের বারবার ডাকলেও তাঁরা গুরুত্ব দেননি বলে অভিযোগ। একপর্যায়ে শিশুটিকে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শিশুটি মারা গেছে বলে সেখান থেকে জানানো হয়।

শুক্রবার চিকিৎসক মো. মাসুম বিল্লাহ অস্ত্রোপচার সফল হয়েছে দাবি করে বলেছিলেন, জ্ঞান ফেরার পর তিনি শিশুটির সঙ্গে কথাও বলেছেন।

তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম বলে, তদন্ত কমিটির বিষয়ে তাঁরা কিছু জানেন না।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র র পর উপজ ল

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ