সাপে কাটা তরুণকে নেওয়া হয় দুই ওঝার বাড়ি, পরে হাসপাতালের পথে মৃত্যু
Published: 28th, July 2025 GMT
মাগুরায় সাপের কামড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম শাওন শিকদার (১৯)। তিনি শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের ছেলে ও আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয় থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
শাওনের চাচাতো ভাই জহির শিকদার আজ সোমবার সকালে বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে শাওনকে সাপে কামড় দেয়। এরপর তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আরেক ওঝার কাছে নেওয়া হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। তখন শাওনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়। শুনেছি, আগে তাঁকে ওঝাবাড়িতে নেওয়া হয়েছিল। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ অধীন ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১১তম ব্যাচে দুটি ইংরেজি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
দুটি ইংরেজি প্রোগ্রাম —১. এক বছর মেয়াদি এমএ ইংলিশ (২ সেমিস্টার),
২. এক বছর মেয়াদি এমএ ইএলটি (২ সেমিস্টার)।
আবেদনের যোগ্যতা—সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি এবং বেসরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ শিক্ষা পর্যায়ের সব ক্ষেত্রে ন্যূনতম নিচের পয়েন্ট থাকতে হবে।
১. এসএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ
২. এইচএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ
৩. বিগ অনার্স (ইংরেজি) ২.৫০ (৪.০০ স্কেলে)/তৃতীয় শ্রেণি
৪. যারা স্কুল-কলেজে শিক্ষকতা করছেন তাদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন নেই (শুধুমাত্র রেজাল্টের ক্ষেত্রে) তবে তাদের নিজ প্রতিষ্ঠান হতে শিক্ষক হিসেবে কাজ করার প্রত্যয়নপত্র এবং অনুমতিপত্র সঙ্গে জমা দিতে হবে।
৫. ইংরেজিতে অনার্স বাধ্যতামূলক।
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও৫ ঘণ্টা আগেআবেদন ফি—ইংরেজি বিভাগ থেকে সরাসরি সংগ্রহ করলে ৫০০ টাকা এবং অনলাইনে সংগ্রহ করলে ৫১০ টাকা প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির সময়ে যে সব কাগজ জমা দিতে হবে—১. এসএসসি, এইচএসসি, বিএ (সম্মান) বা পাস কোর্স পাসের নম্বরপত্র, সনদপত্র এবং নিবন্ধনপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধনের কপি,
৩. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র,
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি (দুই কপি ছবি আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে এবং একটি সফট কপি ছবি ভর্তির সময় দিতে হবে),
৫. জেনে রাখুন: ভর্তির সময় যাচাই করার জন্য অবশ্যই সব মূল কাগজ সঙ্গে আনতে হবে।
আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা৮ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার মান বণ্টন—ভর্তি পরীক্ষায় কম্পোজিশনে ২৫ এবং কম্প্রিহেনশনে ২৫ নম্বরসহ মোট ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস নম্বর ২০।
ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ—১. আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট ২০২৫,
২. ভর্তি পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫,
৩. ভর্তি পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা,
৪. ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ১১ আগস্ট ২০২৫,
৫. ভর্তির তারিখ: ১৩ থেকে ২৬ আগস্ট ২০২৫;
৬. ক্লাস শুরুর তারিখ: ২৯ আগস্ট ২০২৫।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: http://www.ru.ac.bd/notices বা www.ru.ac.bd/english
আরও পড়ুননটর ডেম–হলি ক্রস–সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম ০৮ জুলাই ২০২৫