শরীয়তপুরে ‘ডেঙ্গু’ আক্রান্ত কলেজ প্রভাষকের মৃত্যু
Published: 28th, July 2025 GMT
শরীয়তপুরের গোসাইরহাটে ‘ডেঙ্গু’ আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
ডেঙ্গুতে আবু তাহেরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান।
আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি একই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে।
আরো পড়ুন:
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু
পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। সেখানে দুইদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আবু তাহেরকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।
আবু তাহেরের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মারা যান। তার তিনটি সন্তান রয়েছে। এমন মৃত্যু মেনে নিতে পারছি না।”
সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, “আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় আমাদের সাথে এবং শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন।”
ঢাকা/সাইফুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন সরক র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।