গার্দিওলার এ কোন চেহারা, ভাবনায় ফেললেন ভবিষ্যৎ নিয়েও
Published: 28th, July 2025 GMT
পেপ গার্দিওলা—নামটা শুনলেই চোখে ভেসে ওঠে মুখে কাঁচা–পাকা দাড়িওয়ালা এক লোক। মাথায় চকচকে টাক। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে গার্দিওলার যে ছবি ভাসছে, তা দেখে যে কেউ অবাকই হবেন। কোথায় সেই দাড়ি, এ তো পুরোই ক্লিন শেভড! আবার গোঁফটাও দেখা যাচ্ছে!
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ২৮ জুলাই থেকে ম্যানচেস্টার সিটির প্রাক্–মৌসুম ক্যাম্প শুরুর আগে গার্দিওলাকে এই চেহারায় দেখা গেছে সর্বসাধারণের মাঝে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে চলা ছবিগুলোতে দেখা যাচ্ছে, সাদা টি–শার্ট ও শর্টস পরে আছেন গার্দিওলা। গালে দাড়ির অস্তিত্ব নেই, কাঁচা–পাকা গোঁফ। নেটিজেনদের কেউ কেউ জেসন সুদেইকিজের ‘টেড লাসো’ অ্যাপল টিভি শোর চরিত্রের সঙ্গে গার্দিওলার এই নতুন মুখাবয়বের মিল খুঁজে পাচ্ছেন।
আরও পড়ুনকোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যামে’ এবার মেসি–রোকুজ্জো, ভক্তের মন্তব্য ‘লুকিয়ে পড়া উচিত ছিল’২ ঘণ্টা আগেগত মৌসুম ভালো কাটেনি সিটি কোচ পেপ গার্দিওলার। প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছে সিটি। চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের প্লে অফ থেকে বাদ পড়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপে বাদ পড়েছে শেষ ষোলো থেকে। নতুন মৌসুম শুরুর আগে গার্দিওলা কী ভেবে দাড়ি ছেঁটে ফেললেন, তা অবশ্য জানা যায়নি। সম্প্রতি ছেলেদের আন্তর্জাতিক সাময়িকী জিকিউ হাইপ–এ দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা জানিয়েছেন, সিটিতে তিনি নিজের শেষটা দেখতে পাচ্ছেন। কাতালান এই কোচ জানিয়েছে, সিটিতে বর্তমান মেয়াদ শেষ করে তিনি কোচিং বেঞ্চ ছাড়বেন, তবে সেটা স্থায়ীভাবে কি না, সে বিষয়ে কিছু বলেননি স্প্যানিশ এই কোচ।
বিরতিটা ঠিক কবে এবং কত দিনের, সেটাও খোলাসা করে বলেননি ৫৪ বছর বয়সী গার্দিওলা। শুধু এটুকু বলেছেন, ‘আমি সিটির সঙ্গে এই পর্ব শেষে আমি থামতে যাচ্ছি। নিশ্চিত থাকুন, এই সিদ্ধান্তই আমি নিয়েছি।’ গত বছরের নভেম্বরে সিটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেন গার্দিওলা। এর অর্থ হলো, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তিনি আছেন ২০২৭ সাল পর্যন্ত।
গার্দিওলা জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ হলো তিনি মনে করেন, নিজেকে নিয়ে ভাবার সময়টা চলে এসেছে, ‘আমার থামা দরকার। থেমে নিজের শরীরের খেয়াল রাখা প্রয়োজন।’ বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে থরে–বিথরে সাফল্য এই কোচ নিজের অবস্থানটা ব্যাখ্যা করে বলেছেন, ‘সঠিক সময়ে কীভাবে থামতে হয়, সেটা আমি জানি। (বার্সায়) কোচিংয়ে একই ব্যাপার আমার সঙ্গে ঘটেছিল যখন বলেছিলাম যথেষ্ট হয়েছে। আমার নতুন কোনো চ্যালেঞ্জ চাই।’
আরও পড়ুনবার্সেলোনায় আরেক ১৭ বছর বয়সী বিস্ময়বালক মনে করাচ্ছেন ইনিয়েস্তাকে৬ ঘণ্টা আগেবার্সেলোনার হয়ে খেলোয়াড়ি ক্যারিয়ারে লিগ ও ইউরোপিয়ান কাপজয়ী (চ্যাম্পিয়নস লিগ) গার্দিওলা ক্লাবটির কোচ হিসেবে একাধিকবার জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। ‘ট্রেবল’ জিতিয়েছেন লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাদের নিয়ে ‘ড্রিম টিম’ বানিয়ে। ২০০৮–২০১২ পর্যন্ত বার্সার কোচ পদে থাকার পর জার্মানির বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে বুন্দেসলিগা একাধিকবার জিতলেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। ২০১৬ সালে সিটি কোচের দায়িত্ব নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিকে পরাশক্তিতে পরিণত করেন গার্দিওলা। তাঁর অধীনে সিটি টানা চারবার লিগ জিতেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে মোট ছয়বার। ২০২৩ সালে গার্দিওলার হাত ধরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে সিটি।
সাক্ষাৎকারে নিজের প্রতি ধেয়ে আসা সমালোচনা নিয়েও কথা বলেন গার্দিওলা, ‘লোকে কি আমার ব্যর্থ হওয়ার অপেক্ষায়? হ্যাঁ, অবশ্যই। আমি তাদের স্বাগত জানাই। এতে প্রেরণা পাওয়া যায়।’ গত মৌসুমে ভালো করতে না পারা নিয়েও কথা বলেন এই কোচ, ‘ছয়বার প্রিমিয়ার লিগ জয়ের পর একটা সময় আসে যখন পারফরম্যান্স নিম্নমুখী হয়। এটাই মানুষের বৈশিষ্ট্য।’ তবে মৌসুমটাকে একদম খারাপ বলেও মনে করেন না গার্দিওলা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ এই ক চ
এছাড়াও পড়ুন:
৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার প্রত্যাশা
আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদকে চূড়ান্ত রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানিয়েছেন।
আলী রীয়াজ বলেছেন, আজসহ হাতে আছে মাত্র তিন দিন। এ সময়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো অন্তর্ভুক্ত করে আমরা জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চাই।
আজ আলোচনার সূচিতে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ-সংক্রান্ত বিধান।
আলী রীয়াজ বলেছেন, ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের প্রাথমিক খসড়া পাঠানো হয়েছে। আগামীকাল (বুধবার) পর্যন্ত তাদের মতামতের জন্য অপেক্ষা করা হবে।
তিনি বলেছেন, যেসব বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো একত্র করে এবং দলগুলোর মন্তব্য যুক্ত করে ৩১ জুলাইয়ের মধ্যেই আমরা একটি গ্রহণযোগ্য সনদের কাঠামো উপস্থাপন করতে পারব বলে আশা করছি।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন প্রস্তাব আসছে
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে নতুন নতুন প্রস্তাব এসেছে। গতকাল থেকে এ ইস্যুতে আলোচনা জোরালো হয়েছে। কয়েকটি দলের নতুন মতামত ও সুপারিশ এসেছে। সেগুলো সমন্বয় করে সম্মিলিত প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।
আলী রীয়াজ বলেন, আমরা চাই, প্রত্যেকটি দলের অবস্থান বিবেচনায় রেখে একটি ভারসাম্যপূর্ণ রূপরেখা হাজির করতে। কারণ, বাস্তবতা হলো— সব দলেরই নিজস্ব অবস্থান রয়েছে। সেগুলো সমন্বয় করেই আগাতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া।
আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।
ঢাকা/এএএম/রফিক