কক্সবাজারের চকরিয়ায় রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা সেবনের সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ৩ মাস ও বাকি ৯ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চকরিয়া পৌরসভার পুকুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। অভিযানে সহায়তা করে চকরিয়া থানা–পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে মাদক সেবনের সময় ১০ জনকে আটক করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় সাজা দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে মো.

সেলিম (৪৫) নামের একজনের কাছ থেকে ইয়াবা উদ্ধার হওয়ায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাকি ৯ জন হলেন মো. রুবেল (২১), মো. রাজীব (২৩), মো. সাকিব (২১), নেজাম উদ্দিন (৩২), মো. বাদশা (৩২), মো. আকাশ (২৫), জসীম উদ্দিন (৪২), কামাল উদ্দিন (৬০) ও মো. বাবুল (২৪)। তাঁরা আদালতে অপরাধ স্বীকার করলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সাজা দেওয়ার পর রাত ১০টার দিকে আদালতের নির্দেশে তাঁদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। কাল বুধবার সকালে তাঁদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চকর য়

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ