চকরিয়ায় রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ মাদকসেবীকে কারাদণ্ড
Published: 29th, July 2025 GMT
কক্সবাজারের চকরিয়ায় রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা সেবনের সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ৩ মাস ও বাকি ৯ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চকরিয়া পৌরসভার পুকুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। অভিযানে সহায়তা করে চকরিয়া থানা–পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে মাদক সেবনের সময় ১০ জনকে আটক করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় সাজা দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে মো.
বাকি ৯ জন হলেন মো. রুবেল (২১), মো. রাজীব (২৩), মো. সাকিব (২১), নেজাম উদ্দিন (৩২), মো. বাদশা (৩২), মো. আকাশ (২৫), জসীম উদ্দিন (৪২), কামাল উদ্দিন (৬০) ও মো. বাবুল (২৪)। তাঁরা আদালতে অপরাধ স্বীকার করলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সাজা দেওয়ার পর রাত ১০টার দিকে আদালতের নির্দেশে তাঁদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। কাল বুধবার সকালে তাঁদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চকর য়
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট