সিদ্ধিরগঞ্জ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইয়াসিন (২৪), নোয়াখালী জেলার চাটখিল থানার মোমিনপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের আদর্শনগরে মনির সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। মো.

দেলোয়ার হোসেন দেলু (৫৫), সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড বটতলা এলাকায় বাদল কমিশনারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ইয়াসিনকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬ হাজার টাকা।

অপরদিকে রাত ৯টা ১০ মিনিটে ভূমিপল্লী এলাকায় শিমরাইল ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়। তার দখল হতে ৫২ পুরিয়া হেরোইন (ওজন ৫.২ গ্রাম) উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১৫হাজার ৬’শ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ