সিদ্ধিরগঞ্জ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইয়াসিন (২৪), নোয়াখালী জেলার চাটখিল থানার মোমিনপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের আদর্শনগরে মনির সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। মো.

দেলোয়ার হোসেন দেলু (৫৫), সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড বটতলা এলাকায় বাদল কমিশনারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ইয়াসিনকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬ হাজার টাকা।

অপরদিকে রাত ৯টা ১০ মিনিটে ভূমিপল্লী এলাকায় শিমরাইল ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়। তার দখল হতে ৫২ পুরিয়া হেরোইন (ওজন ৫.২ গ্রাম) উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১৫হাজার ৬’শ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ