সিদ্ধিরগঞ্জ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইয়াসিন (২৪), নোয়াখালী জেলার চাটখিল থানার মোমিনপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের আদর্শনগরে মনির সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। মো.

দেলোয়ার হোসেন দেলু (৫৫), সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড বটতলা এলাকায় বাদল কমিশনারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ইয়াসিনকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬ হাজার টাকা।

অপরদিকে রাত ৯টা ১০ মিনিটে ভূমিপল্লী এলাকায় শিমরাইল ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়। তার দখল হতে ৫২ পুরিয়া হেরোইন (ওজন ৫.২ গ্রাম) উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১৫হাজার ৬’শ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস কাছ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং আটজন নারী। 

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আরো পড়ুন:

গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

আটকরা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।

বিজিবি জানিয়েছে, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ওই ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যান। মুম্বাই শহরে পুরুষ দুজন রাজমিস্ত্রি হিসেবে এবং নারী আটজন গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ। গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/সাজু/রফিক

সম্পর্কিত নিবন্ধ