হোক না কিংবদন্তি, ৪০ বছর বয়সের একটা ভার তো থাকেই। তার ওপর পেশাদার ফুটবলে একটি-দুটি নয়, ২৫টি মৌসুম পার করেছেন। ভালো করার ক্ষুধা কি আর সব সময় ধরে রাখা সম্ভব? লোকটির নাম যদি হয় ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে সম্ভব।
এমনকি সেটা প্রীতি ম্যাচ হলেও। অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় কাল রাতে যেমন—ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছিল আল নাসর। নতুন মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালীন প্রাক্-মৌসুম সফরের প্রস্তুতি হিসেবে এই ম্যাচে মাঠে নেমেছিল সৌদি প্রো লিগের দলটি; জিতেছে ২-১ গোলে, আর রোনালদোও গোল করেন যথারীতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তরা লিখছেন, সামনে নতুন মৌসুম, অথচ সেই একই রোনালদো!
আরও পড়ুনক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ৩ ঘণ্টা আগেম্যাচের ৩৩ মিনিটে তেমন রোনালদোকেই দেখা গেল। ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ওয়ান টাচে রোনালদোর গোল তাঁর সোনালি অতীত মনে করিয়ে দিতে পারে। গোল পেতে পারতেন আরও একটি। দ্বিতীয়ার্ধে বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে পা ছোঁয়ালেই গোল—এমন সুযোগ রোনালদোর সঙ্গে জোয়াও ফেলিক্সও নষ্ট করেন। দুজনেই বলের দখল নিতে গিয়ে শেষ পর্যন্ত কেউ-ই আর পারেননি।
বিরতির পর মোহাম্মদ মারানের গোলে জয় তোলে আল নাসর। তবে এই অর্ধেও ভালো খেলেন রোনালদো। তাঁর দূরপাল্লার শট তুলুজের পোস্টকে চোখ রাঙিয়ে গেছে একাধিকবার। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর পোস্ট, ‘(ভালো করার) খিদে কখনো কমে না। এখনো অনেক কাজ বাকি। আমরা কেবল শুরু করলাম।’
আরও পড়ুনফিরেই দলকে নাটকীয় জয় এনে দিয়ে ‘দেহরক্ষী’র অভিষেক রাঙালেন মেসি৪২ মিনিট আগেগত মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। নতুন চুক্তিতে আল নাসরে ২০২৬-২৭ পর্যন্ত থাকবেন তিনি। ক্লাবটির হয়ে এখনো বড় কোনো শিরোপা জিততে না পারার খেদটা রোনালদো যে আগামী মৌসুমে কাটাতে বদ্ধপরিকর, সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পোস্ট থেকেই বোঝা যায়। প্রাক্–মৌসুম সফরে রোনালদোদের পরবর্তী ম্যাচ স্পেনে। রোববার লা লিগার দল আলমেরিয়ার মুখোমুখি হবে আল নাসর।
আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হয়ে নতুন মৌসুম শুরু করবে আল নাসর।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।