কোহলি, রোহিত না গিল: অধিনায়কত্বের শুরুতে কে বেশি ভালো
Published: 5th, August 2025 GMT
বিরাট কোহলি ও রোহিত শর্মার পর শুবমান গিল। ভারতের সর্বশেষ তিন টেস্ট অধিনায়ক। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে গিলের। অনেকটা নতুন দল নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছে গিলের ভারত। নাটকীয়ভাবে শেষ ম্যাচটি জিতে ৫ ম্যাচের সিরিজে ২-২-এ ড্র করেছে।
শুধু নেতৃত্বই নয়, ব্যাট হাতেও তিনি যা করেছেন, তাতে অনেক দিন ধরেই তিনি আলোচনায় থাকবেন। সিরিজে ১০ ইনিংসে রান করেছেন ৭৫৪, যা এক সিরিজে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। করেছেন চারটি সেঞ্চুরি। সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙতে পারেননি। কোনো টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গাভাস্কারের।
১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। তবে কোনো সফরকারী অধিনায়কের টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড নিয়েই বাড়ি ফিরছেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে এর চেয়ে বেশি রান আছে শুধু ডন ব্র্যাডম্যানের, ৮১০। ছুঁয়েছেন অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও।
অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই নিজেকে চিনিয়েছেন গিল।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র র কর ড
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার ২টি মামলার রায় হওয়া উচিত ছিল: এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “দেশের বিচার ব্যবস্থা আরো শক্তিশালী ও দৃশ্যমান করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৫০-২০০ মামলা হয়েছে, অথচ একটি মামলারও রায় হয়নি। অন্তত দুইটি মামলার রায় হওয়া উচিত ছিল।”
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি শেষে চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “বাংলাদেশে জুলুম-নির্যাতনের স্থান হবে না। খুনের বিচার করতে হবে।”
আরো পড়ুন:
টাঙ্গাইলে বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
অর্থনীতিকে চাঁঙ্গা করতে দ্রুত নির্বাচন দরকার: আযম খান
তিনি বলেন, “এ দেশের জনগণ বীরের জাতি। তারা অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে।”
এ্যানি বলেন, “আমরা ১৭ বছর রাজপথে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম। দেশে কোনো অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বেই আমরা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এজন্য এখন প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”
র্যালিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিুবুর রহমান হাসিব, সদর থানা বিএনরি আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ