গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা
Published: 9th, August 2025 GMT
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবী করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
সেই সাথে সাংবাদিক তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দ্রুত বিচার আইনে এ হত্যার বিচার দাবী করে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছে।
গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।
সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
নারায়ণগঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতি (রেজি নং-৪০০) ২০২৫-২০২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ রেলগেইটস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাজহারুল ইসলাম জোসেফ।
দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির উপদেষ্টা মো: রবি হোসেন, সভাপতি ছানাউল করিম শিপলু,সাধারণ সম্পাদক: মোঃ মেহেদী হাসান।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ মোঃ রাহাদ হোসেন, সহ-সম্পাদক মোঃ নাছির মিয়া, কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেন, প্রচার সম্পাদক মোঃ সুজন মিয়া, সদস্য মোঃ সালাউদ্দিন পাঠান মোঃ শাহাদাত হোসেন,মোঃ রিয়াজুল ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, সংবাদপত্র জগতে সক্রিয়দের সংগঠিত করা ও পেশাগত স্বার্থরক্ষায় এ সমিতির কার্যক্রম আরও জোরদার করা হবে।
পরিচিতি সভায় সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশে পারস্পরিক মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।