লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামে হেলাল হোসেন কবির নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। 

পূর্ব শত্রুতার জেরে গতরাতে শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সেসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মারধরের শিকার হন সাংবাদিক হেলালের কবিরের মাও। এ ঘটনায় পুলিশ সেহরাব হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে।

আহত সাংবাদিক হেলাল হোসেন কবির ‘আলোর মনি’ নামে একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পেশাগত কাজে লালমনিরহাট শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাংবাদিক হেলাল কবির। সেসময় একই এলাকার মকবুল হোসেন ও তার চার ছেলেসহ তাদের স্বজনরা পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করে। এরপর তারা লাঠি ও রড দিয়ে হেলালকে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

হেলাল কবিরের চিৎকারে তার মা সামসুন্নাহার বেগম লুসি এগিয়ে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা গিয়ে মা ও ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সাংবাদিক হেলাল হোসেন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই সোহরাব আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

নুরন্নবী জানান, মামলার পর পরই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ঢাকা/সিপন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর

এছাড়াও পড়ুন:

পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় পরকীয়া প্রেম সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আকাশ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে হত্যাকাণ্ডটি ঘটে। 

বুধবার (১ অক্টোবর) পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

বাড়ির মেয়েদের দিকে কুদৃষ্টি দেওয়ায় আকবরকে হত্যা

কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা নিহত

নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত নাঈম সাধুপাড়া এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামে এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। গতকাল রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকীয়া প্রেমের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আকাশ ও নাঈমের।

এক পর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “পরকীয়া প্রেমের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাজ্যে সিনাগগের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৩
  • পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা