চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৮৪৪ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন। 

রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, কুমিল্লা বোর্ডে ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। মোট ৭৫ হাজার ৮৭৭টি খাতা চ্যালেঞ্জ করেন। ৮৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন।

আরো পড়ুন:

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

এ সপ্তাহের রাশিফল (৯-১৫ আগস্ট)

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। যা ফল পুনঃনিরীক্ষণের পর বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৭৭১ জন। এ বোর্ডে জিপিএ ৫ পায় ৯ হাজার ৯০২ জন। যা পুনঃনিরীক্ষণের পর বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৬৯ জনে।  

ফলাফল পুনঃনিরীক্ষণের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পুনঃনিরীক্ষণের যতগুলো আবেদন পড়েছে, গুরুত্বের সঙ্গে সবগুলো খাতা পুনরায় নিরীক্ষা করা হয়েছে। যাদের ফলাফল পরিবর্তনযোগ্য মনে হয়েছে, সেগুলো করা হয়েছে।
 

ঢাকা/রুবেল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফল এসএসস র ফল ফল ফল প পর ক ষ

এছাড়াও পড়ুন:

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেবে সরকার

রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দিতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। ১৪ আগস্টের মধ্যে নির্ধারিত নমুনা ছক অনুযায়ী ই–মেইলে ([email protected]) এবং হার্ড কপি পাঠাতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ তথ্য পাঠাতে হবে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ–সংক্রান্ত চিঠি সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

চিঠিতে যেসব তথ্য দিতে হবে, তার নমুনা ছক দেওয়া হয়েছে। ছক অনুযায়ী এসএসসি পরীক্ষায় অংশগ্রহকারী মোট নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা, মোট নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ ৫ ছাড়া শিক্ষার্থীর সংখ্যার তথ্য পাঠাতে হবে।

প্রসঙ্গত, প্রতিবছর এইচএসসির ফলের ভিত্তিতে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার। তাঁদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়। এ পরীক্ষায় মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হয়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসিতে পুনর্নিরীক্ষণ ফলাফল: শিক্ষার্থীদের একাদশে ভর্তিতে আবেদন আজ সন্ধ্যা থেকে
  • এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
  • এসএসসিতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ২৯৩
  • একাদশ শ্রেণিতে ভর্তি: আবেদন শেষ কাল সোমবার
  • এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
  • বোয়েসেল: ইপিএস-টপিক উত্তীর্ণদের চাকরি ফরম ও স্বাস্থ্য সনদ জমার বিজ্ঞপ্তি
  • এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেবে সরকার
  • আড়াইহাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা