বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন
Published: 10th, August 2025 GMT
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রস্তাবিত নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা কমান্ড এর এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৯ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা কমান্ড ইউনিট কর্তৃক স্বাক্ষরিত বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতাকে আহ্বায়ক ও বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এই এডহক কমিটি ঘোষণা করেন।
এডহক কমিটিতে সদস্য হিসেবে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন,সদস্য হিসেবে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,বীরমুক্তিযোদ্ধা কাজী মোবারক,বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ লিয়াকত আলী।
কমিটি গঠনের প্রতিক্রিয়ায় বন্দরের মুক্তিযোদ্ধারা জানান,এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি সকল বীরমুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা অনুপ্রানিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জিবিত হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কম ন ড সদস য
এছাড়াও পড়ুন:
সাংবাদিক তুহিনকে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)। শুক্রবার (৮ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এন ইউ জে) সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এক বিবৃতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে তারা জানান, সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন।
প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এন ইউ জে) সকল সদস্য উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এন ইউ জে) সকল সদস্য ও নেতৃবৃন্দ।