আইসিসি ডেভেলপমেন্ট কোর্সে বাংলাদেশের ৭ আম্পায়ার
Published: 25th, August 2025 GMT
আম্পায়ার সাথিরা জাকির জেসি সামনে কাটাবেন ব্যস্ত সময়। ক্রিকেট ছেড়ে আম্পায়ার হওয়া জেসি কিছুদিন পরই বাংলাদেশ-নেদারল্যান্ডস পুরুষ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এছাড়া নারীদের বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন বলে খবর শোনা যাচ্ছে। যা তার ক্যারিয়ারের জন্যও বিরাট খবর। এখন তিনি আছেন শ্রীলঙ্কার কলম্বোতে। আম্পায়ারিংয়ের ওপর আইসিসির ডেভেলাপমেন্ট ওয়ার্কশপে যোগ দিতে আছেন দ্বীপরাষ্ট্রে।
শুধু জেসিই নন, তিনিসহ আরও ৬ আম্পায়ার যোগ দিয়েছেন শ্রীলঙ্কার কলম্বোতে। আজ ও আগামীকাল কলম্বোতে আইসিসির তত্ত্বাবধানে হবে এই ওয়ার্কশপ। আইসিসির প্যানেলে থাকা বাংলাদেশের ৭ আম্পায়ার এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। গত বছর আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার নারী আম্পায়ার সাথিরা জাকির, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা মিশু।
আরো পড়ুন:
পাকিস্তান নারীদের বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা পেলেন নতুন মুখ
নতুন আইনে ফেঁসে গেল ড্রিম১১, স্পন্সর হারালো বিসিসিআই
আর পুরুষদের মধ্যে আন্তর্জাতিক প্যানেলে আছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভির আহমেদ ও মাহবুব আলি খান সুমন। এই আট জনের মধ্যে সাতজন যোগ দেবেন আইসিসির ওয়ার্কশপে। জার্সিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগের খেলা পরিচালনায় ব্যস্ত থাকায় এই ওয়ার্কশপ নেই আম্পায়ার গাজী সোহেল। ওয়ার্কশপ শেষ করে বুধবার দেশে ফেরার কথা রয়েছে জেসি-মুকুলদের। এরপর তারা চলে যাবেন সিলেটে, নেদারল্যান্ডস সিরিজের খেলা পরিচালনার জন্য।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম প য় র আইস স র
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।