পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড পরিচালনা পর্ষদ চলমান সঙ্কট কাটিয়ে উঠতে রাজধানীর মতিঝিলে অবস্থিত ভবনের ৫০ শতাংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পুনর্মূল্যায়নে সিভিওর জমির দাম বেড়েছে ৫৬ কোটি টাকা

সূচকের উত্থানে সপ্তাহ শুরু, ১২শ’ কোটি টাকা লেনদেন

তথ্য মত, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ রাজধানীর দিলকুশা সি/এ, ঢাকা-এ অবস্থিত বাণিজ্যিক ভবন ‘ফিনিক্স ভবন’-এর ৫০ শতাংশ মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

চলমান প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আর্থিক খাতের চাপ ও আয় কমে যাওয়ায় বিকল্প সমাধানের পথ খুঁজছে প্রতিষ্ঠানটি। এ প্রেক্ষাপটে সম্পদ বিক্রি করে কোম্পানি তার কার্যক্রম স্থিতিশীল করার চেষ্টা করছে। এ সিদ্ধান্ত ভবিষ্যতে কোম্পানির আর্থিক প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে, কবে নাগাদ বিক্রয় কার্যক্রম সম্পন্ন হবে এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করা হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কোম্পানি।

ঢাকা/এনটি/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর থ ক

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ