ভবনের ৫০ শতাংশ মালিকানা বিক্রি করবে ফনিক্স ফাইন্যান্স
Published: 26th, August 2025 GMT
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড পরিচালনা পর্ষদ চলমান সঙ্কট কাটিয়ে উঠতে রাজধানীর মতিঝিলে অবস্থিত ভবনের ৫০ শতাংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
পুনর্মূল্যায়নে সিভিওর জমির দাম বেড়েছে ৫৬ কোটি টাকা
সূচকের উত্থানে সপ্তাহ শুরু, ১২শ’ কোটি টাকা লেনদেন
তথ্য মত, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ রাজধানীর দিলকুশা সি/এ, ঢাকা-এ অবস্থিত বাণিজ্যিক ভবন ‘ফিনিক্স ভবন’-এর ৫০ শতাংশ মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
চলমান প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আর্থিক খাতের চাপ ও আয় কমে যাওয়ায় বিকল্প সমাধানের পথ খুঁজছে প্রতিষ্ঠানটি। এ প্রেক্ষাপটে সম্পদ বিক্রি করে কোম্পানি তার কার্যক্রম স্থিতিশীল করার চেষ্টা করছে। এ সিদ্ধান্ত ভবিষ্যতে কোম্পানির আর্থিক প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে, কবে নাগাদ বিক্রয় কার্যক্রম সম্পন্ন হবে এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করা হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কোম্পানি।
ঢাকা/এনটি/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।